সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে রাজস্ব খাতভুক্ত অফিস সহায়ক পদে মোট ৫৩ (তিপ্পান্ন) জন প্রার্থীকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগপত্র অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫-এর টাকা: ৮,২৫০-২০,০১০/- (২০তম গ্রেড) বেতনক্রমে নিয়োগ পেয়েছেন।

যোগদানের গুরুত্বপূর্ণ তথ্য:

  • নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আগামী ১৬ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে যুগ্মসচিব (প্রশাসন), স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।
  • নির্ধারিত সময়ের মধ্যে যোগদানে ব্যর্থ হলে এই নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

নিয়োগের শর্তাবলী সংক্ষেপে:

  • নিয়োগ কার্যকর হওয়ার তারিখ হতে ০২ (দুই) বছর পর্যন্ত শিক্ষানবিশ হিসেবে চাকরিকাল গণ্য হবে।
  • যোগদানের সময় সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য সনদ এবং ডোপটেস্ট রিপোর্ট জমা দিতে হবে।
  • চাকরিতে যোগদানের সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, আবেদনপত্র (Online Copy) এবং প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সনদ, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
  • ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক না নেওয়া ও না দেওয়ার বিষয়ে মুচলেকা এবং সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত একটি ঘোষণাপত্র জমা দিতে হবে।
  • পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম (২ সেট) প্রয়োজনীয় সংযুক্তিসহ জমা দিতে হবে। পুলিশি তদন্ত প্রতিবেদন সন্তোষজনক না হলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
  • চাকরিতে যোগদানের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ