প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত নিয়োগ পরীক্ষা-২০২৫ এর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
যেসব পদের ফলাফল ও সময়সূচি প্রকাশিত হয়েছে:
- সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: ব্যবহারিক পরীক্ষায় মোট ১৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এবং তাদের মৌখিক পরীক্ষা ১৪ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
- উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক: ব্যবহারিক পরীক্ষায় মোট ৭১৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মৌখিক পরীক্ষা ১৪ নভেম্বর ২০২৫ এবং ১৫ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
- এছাড়াও, কম্পিউটার ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ আরও একটি পদের জন্য মোট ১৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন, যার পরীক্ষা ১৪ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
- অন্যান্য কয়েকটি পদের মৌখিক পরীক্ষাও ১৪ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
- টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে এসএমএস-এর মাধ্যমে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানিয়ে দেয়া হবে।
- মৌখিক পরীক্ষার সময় নিজ নিজ শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় সকল কাগজপত্র ও সেগুলোর সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ