একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদগুলো হলো:
- উপাধ্যক্ষ (পুরুষ): ০১ জন। বেতন স্কেল: ৩০,০০০/- টাকা। সম্মানসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর। বিএড/এমএড সহ ইংরেজি মাধ্যম/ভার্সন স্কুলে শিক্ষকতায় ১০ বছরের অভিজ্ঞতা। কম্পিউটারে অভিজ্ঞ।
- শিক্ষিকা সহকারী: ৩ জন। বেতন স্কেল: ১২,০০০/- টাকা। সম্মানসহ ২য় শ্রেণীর স্নাতক/স্নাতকোত্তর, বিএড/এমএড অগ্রাধিকার। ইংরেজি মাধ্যম/ভার্সন স্কুলে শিক্ষকতায় ০২ বছরের অভিজ্ঞতা। ইংরেজি ও কম্পিউটারে অভিজ্ঞ। বয়স অনূর্ধ্ব ৩০ বছর।
- এ্যাডমিনিস্ট্রাটিভ অফিসার (পুরুষ): ১ জন। বেতন স্কেল: ১৬,০০০/- টাকা। বিএ পাস। গ্র্যাডমিনিস্ট্রাটিভ অফিসার হিসেবে ১০ বছরের অভিজ্ঞতা। কম্পিউটারে অভিজ্ঞ। অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের অগ্রাধিকার দেয়া হবে। বয়স অনূর্ধ্ব ৫৫ বছর।
- সুপারিনটেনডেন্ট (পুরুষ) : ১ জন। বেতন স্কেল: ১৪,০০০/- টাকা। বিএ পাস। অফিস পরিচালনায় ১০ বছরের অভিজ্ঞতা। ইংরেজি ও বাংলা টাইপিং-এ ৩০ ও ২৫ শব্দের গতি। কম্পিউটারে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলে দক্ষ। অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের অগ্রাধিকার দেয়া হবে। বয়স অনূর্ধ্ব ৫০ বছর।
- ড্রাইভার (পুরুষ): ২ জন। বেতন: আলোচনা সাপেক্ষে। এসএসসি পাস। হালকা গাড়ীর লাইসেন্স প্রাপ্ত এবং গাড়ী চালনায় ন্যূনতম ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩০ বছর।
- অফিস সহায়ক (পুরুষ) এবং সিস্টার: পদসংখ্যা উল্লেখ নেই। বেতন স্কেল: ৮,২৫০/- টাকা। এসএসসি পাস। বয়স অনূর্ধ্ব ৩০ বছর।
আবেদনের প্রক্রিয়া:
১ ও ২ নং পদের জন্য ৫০০/- টাকা এবং অন্যান্য পদের প্রার্থীদের জন্য ৩০০/- টাকার পে অর্ডার সহ প্রিন্সিপাল বরাবর আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৫
যোগাযোগ: ০১৭৬৯০১৮২৭২
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ