জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধীনে ১৩তম গ্রেড হতে ২০তম গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে আয়োজিত নৈর্ব্যক্তিক (MCQ) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে।
নিয়োগ কমিটি কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর, ড্রাফটসম্যান, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর, অডিটর, হিসাব সহকারী, ভার্টিকেল ট্রান্সপোর্ট এটেনডেল্ট, জুনিয়র অডিটর, ড্রাইভার, চেইনম্যান, এম. এল. এস. এস. ও গার্ড সহ মোট ১১টি ক্যাটাগরির পদের মৌখিক পরীক্ষা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়, ৮২ সেগুনবাগিচা, ঢাকাতে অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচী ও পদসংখ্যা নিম্নরূপ:
- ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর (২৮ জন) ও ড্রাফটসম্যান (১৫ জন): ০৯ নভেম্বর ২০২৫ (রবিবার) সকাল ১০:০০ টায়।
- অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর (৪০ জন): ১০ নভেম্বর ২০২৫ (সোমবার) সকাল ১০:০০ টায়।
- অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর (৪০ জন): ১১ নভেম্বর ২০২৫ (মঙ্গলবার) সকাল ১০:০০ টায়।
- অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর (৪৬ জন): ১২ নভেম্বর ২০২৫ (বুধবার) সকাল ১০:০০ টায়।
- হিসাব সহকারী (৩৩ জন): ১৩ নভেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১০:০০ টায়।
- ভার্টিকেল ট্রান্সপোর্ট এটেনডেন্ট (১০ জন), জুনিয়র অডিটর (১১ জন), ড্রাইভার (১৫ জন) ও চেইনম্যান (৫ জন): ১৪ নভেম্বর ২০২৫ (শুক্রবার) সকাল ১০:০০ টায়।
- এম. এল. এস. এস (৪২ জন): ১৫ নভেম্বর ২০২৫ (শনিবার) সকাল ১০:০০ টায়।
- এম. এল. এস. এস (৪২ জন): ১৬ নভেম্বর ২০২৫ (রবিবার) সকাল ১০:০০ টায়।
- গার্ড (৪৩ জন): ১৭ নভেম্বর ২০২৫ (সোমবার) সকাল ১০:০০ টায়।
- গার্ড (৪৩ জন): ১৮ নভেম্বর ২০২৫ (মঙ্গলবার) সকাল ১০:০০ টায়।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্দেশাবলী:
- মৌখিক পরীক্ষার সময় দাখিলকৃত ০২ (দুই) কপি আবেদনপত্র সাথে আনতে হবে (টেলিটকের মাধ্যমে আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য)।
- সকল সনদের (শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা সনদ, জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি কার্ড, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ ইত্যাদির সনদ) মূল কপি দেখাতে হবে এবং ১ (এক) সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
- শারীরিক প্রতিবন্ধী/এতিমের ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়/অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট সঙ্গে আনতে হবে।
- কোন প্রকার জাল/ভুয়া/ভ্রান্তিকর কাগজপত্র/সনদ দাখিল করলে প্রার্থিতা বাতিল হবে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ