প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ এর সংশোধনী প্রকাশ করেছে। এই প্রজ্ঞাপন অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতার শর্তাবলী পরিবর্তন করা হয়েছে।
প্রধান শিক্ষক পদের জন্য:
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর।
- নিয়োগ প্রক্রিয়া: মোট পদের ৮০% পদোন্নতির মাধ্যমে (তবে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সরাসরি নিয়োগ), এবং ২০% সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে।
- শিক্ষাগত যোগ্যতা (সরাসরি নিয়োগের ক্ষেত্রে): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা স্নাতক ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
সহকারী শিক্ষক পদের জন্য:
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর।
- নিয়োগ প্রক্রিয়া: সরাসরি নিয়োগের মাধ্যমে।
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা স্নাতক ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ