সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগের MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

পদের নামঃ অফিস সহায়ক-

পরীক্ষার তারিখঃ ০১-১১-২০২৫ তারিখ

যে কোন প্রশ্নের সমাধান পেতে পরীক্ষার প্রশ্ন আমাদের পাঠিয়ে দেনঃ 

ইমেইল করুনঃ Admin@studyonlinebd.com

imo- 01710286369
whatsapp-01710286369

বিঃদ্রঃ পরীক্ষা শেষ হলেই, শুধু প্রশ্নের সমাধান দেওয়া হয়। এখানে কোন প্রকার বেআইনি কোন কাজ করা হয় না। দয়া করে অসৎ উদ্দেশ্যে কেউ আমাদের ফোন দিবেন না।

জব'স পাসওয়ার্ড (All In One) বই থেকে কমন ছিলঃ ৮৫% প্রায়

মোট ৬৪০ পৃষ্ঠার একটি বই থেকে , যা অন্য প্রকাশনীর প্রায় ৫০০০+ পৃষ্ঠার বইয়ের বিপরীতে ।


সম্পূর্ণ সমাধানঃ

১. দুইটি সংখ্যার সমষ্টি ৭০ ও অন্তর ১০ হলে, বড় সংখ্যাটি কত?
A. ৪০
B. ৩৫
C. ৩৭
D. ৪২
সঠিক উত্তর: A. ৪০

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ১৬৭  পৃষ্ঠা
ব্যাখ্যা: বড় সংখ্যা = (সমষ্টি + অন্তর) / ২ = (৭০ + ১০) / ২ = ৮০ / ২ = ৪০।

২. ১২ এর কত শতাংশ ১৮ হবে?
A. ১১০
B. ১২০
C. ১৫০
D. ১৬০
সঠিক উত্তর: C. ১৫০

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ১৮৩  পৃষ্ঠার টাইপঃ ০১  
ব্যাখ্যা: (১৮ ÷ ১২) × ১০০ = ১.৫ × ১০০ = ১৫০%।

৩. ৭২ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?
A. ৯
B. ১১
C. ১০
D. ১২
সঠিক উত্তর: D. ১২

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ১৬৪  পৃষ্ঠা
ব্যাখ্যা: ৭২ = ২
³ × ৩²। ভাজক সংখ্যা = (৩+১) × (২+১) = ৪ × ৩ = ১২টি।

৪. ১৩ ৩/৪% এর সমান-
A. ১১/৮০
B. ১/৯
C. ১১/২০
D. ১/৮
সঠিক উত্তর:
  A. ১১/৮০

৫. একটি পঞ্চভুজের সমষ্টি –
A. ৪ সমকোণ
B. ৬ সমকোণ
C. ৮ সমকোণ
D. ১০ সমকোণ
সঠিক উত্তর: B. ৬ সমকোণ
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ২৭১  পৃষ্ঠা

৬. ৬% হারে নয় মাসে ১,০০০ টাকার উপর সুদ কত?
A. ৪৫
B. ৫৪
C. ৬০
D. ২৪
সঠিক উত্তর: A. ৪৫
ব্যাখ্যা: সুদ = (আসল × হার × সময়) / ১০০ = (১০০০ × ৬ × ৯/১২) / ১০০ = ৪৫ টাকা।

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ২০১  পৃষ্ঠার টাইপঃ ০১

৭. ১১ এর ৩ শতাংশ কত?
A. ৩.০০
B. ৩.৩০
C. ১১.০০
D. ০.৩৩
সঠিক উত্তর: D. ০.৩৩
ব্যাখ্যা: (১১ × ৩) / ১০০ = ৩৩ / ১০০ = ০.৩৩।

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ১৮৩  পৃষ্ঠার টাইপঃ ০১

৮. x + 1/x = 6 হলে x³ + 1/x³ এর মান কত?
A.
3
B. 6
3
C. 3
3
D. 3
6
সঠিক উত্তর: D. 3
6
ব্যাখ্যা: x
³ + 1/x³ = (x + 1/x)³ - 3(x)(1/x)(x + 1/x) = (6)³ - 3(6) = 66 - 36 = 36।

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ২২৮  পৃষ্ঠার টাইপঃ ০২

৯. ২০ জন শ্রমিক একটি পুকুর ৩০ দিনে খনন করতে পারে। কতজন শ্রমিক ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে?
A. ৩০
B. ১০
C. ২০
D. ৪০
সঠিক উত্তর: A. ৩০
ব্যাখ্যা: (শ্রমিক
 × দিন) = (শ্রমিক × দিন)। ২০ × ৩০ = শ্রমিক × ২০। সুতরাং, শ্রমিক = ৩০ জন।

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ১৮৫ পৃষ্ঠার টাইপঃ ০১

১০. x=7, এবং y=6 হলে 16x²-40xy+25y² এর মান কত?
A. 8
B. 116
C. 4
D. 76
সঠিক উত্তর: C. 4
ব্যাখ্যা: রাশিটি হলো (4x - 5y)
²। মান বসালে, (4×7 - 5×6)² = (২৮ - ৩০)² = (-২)² = ৪।

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ২৩৪ পৃষ্ঠার অনুরূপ

১১. কোন ভগ্নাংশটি  থেকে বড়?
A. ৩৩/৫৫
B. ৩/৫
C. ৮/১১
D. ১৩/২৭
সঠিক উত্তর: C. ৮/১১
ব্যাখ্যা: ২/৩
 ০.৬৭। ৮/১১  ০.৭২, যা ২/৩ থেকে বড়।

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (Math Password) বইয়ের ১৩২ পৃষ্ঠা

১২. প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩। দ্বিতীয় সংখ্যাটি কত?
A. ৫
B. ৭
C. ৬
D. ৮
সঠিক উত্তর: B. ৭
ব্যাখ্যা: দ্বিতীয় সংখ্যাটি ৩৫ এবং ৬৩ উভয়ের সাধারণ গুণনীয়ক হবে। ৩৫ ও ৬৩ এর গ.সা.গু. হলো ৭।

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ১৬৯ পৃষ্ঠার অনুরূপ

১৩. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য a একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গএকক?
A. (
3/2)a²
B. (3/2)a
²
C. (2/
3)a²
D. (
3/4)a²
সঠিক উত্তর: D. (
3/4)a²
ব্যাখ্যা: এটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের
সূত্র।

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ২৫৫ পৃষ্ঠা

১৪. একটি সংখ্যা ৩০১ থেকে যত বড়, ৩৮১ থেকে তত ছোট, সংখ্যাটি কত?
A. ৩৩৯
B. ৩৪১
C. ৩৪০
D. ৩৪২
সঠিক উত্তর:
 B. ৩৪১

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ১৬৪ পৃষ্ঠা

১৫. কোনটি সবচেয়ে ছোট?
A. ২/১২
B. ৩/১১
C. ৪/১৫
D. ২/১৩
সঠিক উত্তর: B. ২/১৩
ব্যাখ্যা: ২/১১
 ০.১৮, ২/১৩  ০.১৫, ৪/১২  ০.৩৩, ৩/১৩  ০.২৩। সুতরাং, ২/১৩ সবচেয়ে ছোট।

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (Math Password) বইয়ের ১৩২ পৃষ্ঠা

১৬. a+b=8 এবং ab=15 হলে, a²+b² এর মান কত?
A. 36
B. 34
C. 32
D. 35
সঠিক উত্তর: B. 34
ব্যাখ্যা: a
²+b² = (a+b)² - 2ab = (৮)² - ২(১৫) = ৬৪ - ৩০ = ৩৪।

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ২২৬  পৃষ্ঠার টাইপঃ ০১

১৭. একটি খুঁটির অর্ধাংশ মাটির নীচে, এক তৃতীয়াংশ পানির মধ্যে এবং ১২ ফুট পানির উপরে আছে, খুঁটির দৈর্ঘ্য কত?
A. ৮০ ফুট
B. ৭৪ ফুট
C. ৭২ ফুট
D. ৮২ ফুট
সঠিক উত্তর: C. ৭২ ফুট
ব্যাখ্যা: খুঁটির (১ - ১/২ - ১/৩) = ১/৬ অংশ পানির উপরে আছে। সুতরাং, খুঁটির ১/৬ অংশ = ১২ ফুট। মোট দৈর্ঘ্য = ১২ × ৬ = ৭২ ফুট।


১৮. ১ ডজন ডিমের দাম ৫৪ টাকা হলে ৪৫ টাকায় কয়টি ডিম পাওয়া যায়?
A. ৮ টি
B. ১০ টি
C. ১১ টি
D. ১২ টি
সঠিক উত্তর: B. ১০ টি
ব্যাখ্যা: ৫৪ টাকায় পাওয়া যায় ১২ টি ডিম। ১ টাকায় পাওয়া যায় ১২/৫৪ টি। ৪৫ টাকায় পাওয়া যায় (১২ × ৪৫) / ৫৪ = ১০ টি।

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ১৭৫  পৃষ্ঠার টাইপঃ ০১

১৯. একটি আয়কক্ষেত্রে পরিসীমা ৪০ মিটার। এর প্রস্থ ৫ মিটার হলে, দৈর্ঘ্য কত মিটার?
A. ৩০
B. ২৫
C. ২০
D. ১৫
সঠিক উত্তর: D. ১৫
ব্যাখ্যা: পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)। ৪০ = ২(দৈর্ঘ্য + ৫) => ২০ = দৈর্ঘ্য + ৫ => দৈর্ঘ্য = ১৫ মিটার।

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ২৫৯  পৃষ্ঠার অনুরূপ

২০. তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত?
A. ১০০
B. ১১১
C. ৩০১
D. ১৯৯
সঠিক উত্তর: A. ১০০

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ১৬২পৃষ্ঠার টাইপ ৫

২১. ফ্রান্সের মুদ্রার নাম কী?
A. ফ্রাংক
B. ডলার
C. ইউরো
D. পাউন্ড
সঠিক উত্তর: C. ইউরো

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ৩৭৯ পৃষ্ঠা

২২. বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
A. ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪
B. ১৭ অক্টোবর, ১৯৭৪
C. ২৭ অক্টোবর, ১৯৭৪
D. ২৭ সেপ্টেম্বর, ১৯৭৪
সঠিক উত্তর: A. ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের  পৃষ্ঠা

২৩. সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া ৩৫০০ বছরের পুরোনো শহরের নাম কী?
A. মাচুপিচু
B. পেনিকো
C. কোরাল
D. কুস্কো
সঠিক উত্তর: B. পেনিকো

২৪. ভোমরা স্থলবন্দরটি কোথায় অবস্থিত?
A. বাগেরহাট
B. সিলেট
C. সাতক্ষীরা
D. খুলনা
সঠিক উত্তর: C. সাতক্ষীরা

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ২৭৬ পৃষ্ঠা

২৫. শিল্প বিপ্লব সংঘটিত হয় কোন শতকে?
A. ষোল শতকে
B. আঠারো শতকে
C. সতেরো শতকে
D. উনিশ শতকে
সঠিক উত্তর: B. আঠারো শতকে

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ৪১৩ পৃষ্ঠা

২৬. ‘ওয়ানগালা’ উৎসব কাদের?
A. গারোদের
B. মারমাদের
C. কুকিদের
D. চাকমাদের
সঠিক উত্তর: A. গারোদের (উৎসবটির আসল নাম ‘ওয়াংগালা’)

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ৩২৬ পৃষ্ঠা

২৭. পৃথিবীর কোন শহর দুই মহাদেশে অবস্থিত?
A. আংকারা
B. লিসবন
C. কাজাখস্তান
D. ইস্তাম্বুল
সঠিক উত্তর: D. ইস্তাম্বুল (ইউরোপ ও এশিয়া মহাদেশে)

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ৩৭৪ পৃষ্ঠা

২৮. ১৯৭১ সালের কত তারিখে বাংলাদেশে ১১ টি সেক্টরে ভাগ করা হয়?
A. ১১ জুলাই
B. ১২ সেপ্টেম্বর
C. ২১ এপ্রিল
D. ১১ এপ্রিল
সঠিক উত্তর: A. ১১ জুলাই

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ৩০৬ পৃষ্ঠা

২৯. দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের ইন্টারনেট চালু করে কোন দেশ?
A. বাংলাদেশ
B. ভুটান
C. মালদ্বীপ
D. শ্রীলংকা
সঠিক উত্তর: C. মালদ্বীপ

৩০. কত সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন হয়?
A. ২০১৪
B. ২০১৮
C. ২০২২
D. ২০০৪
সঠিক উত্তর: B. ২০১৮ (নতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮)।

৩১. বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?
A. মেঘনা
B. ব্রহ্মপুত্র
C. পদ্মা
D. যমুনা
সঠিক উত্তর: A. মেঘনা

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ২৮০ পৃষ্ঠা

৩২. মালদ্বীপের মুদ্রার নাম কী?
A. রুপী
B. পাউন্ড
C. ডলার
D. রুপাইয়া
সঠিক উত্তর: D. রুপাইয়া (Rufiyaa)

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ৩৭৫ পৃষ্ঠা

৩৩. জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এর প্রেক্ষাপট কী ছিল?
A. বৈষম্য নিরসন
B. কোটা সংস্কার
C. ভিন্নমত দমন
D. নিরাপদ সড়ক
সঠিক উত্তর: কোটা সংস্কার

৩৪. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়?
A. রংপুর
B. টাঙ্গাইল
C. ময়মনসিংহ
D. ফরিদপুর
সঠিক উত্তর: D. ফরিদপুর

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ৩৩৬ পৃষ্ঠা

৩৫. বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোন জেলায় অবস্থিত?
A. নোয়াখালী
B. চাঁদপুর
C. কুষ্টিয়া
D. হবিগঞ্জ
সঠিক উত্তর: D. হবিগঞ্জ (গ্রামের নাম বানিয়াচং)

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ২৭৭ পৃষ্ঠা

৩৬. বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কী?
A. ওবায়দুল হাসান
B. সৈয়দ মাহমুদ হোসেন
C. হাসান ফয়েজ সিদ্দিকী
D. সৈয়দ রেফাত আহমেদ
সঠিক উত্তর: D. সৈয়দ রেফাত আহমেদ

৩৭. বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণকারী শীর্ষ দেশ কোনটি?
A. যুক্তরাষ্ট্র
B. মালয়েশিয়া
C. জাপান
D. সৌদি আরব
সঠিক উত্তর: D. সৌদি আরব (ঐতিহ্যগতভাবে শীর্ষ দেশ, যদিও যুক্তরাষ্ট্র মাঝে মাঝে শীর্ষ অবস্থানে থাকে।)

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ৩৪৪ পৃষ্ঠা

৩৮. চীনা পরিব্রাজক হিউয়েন সাং কত সালে বাংলায় আসেন?
A. ৬৩৮ সালে
B. ৫৩২ সালে
C. ৭৩২ সালে
D. ৬৮৮ সালে
সঠিক উত্তর: A. ৬৩৮ সালে

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ২৮৮ পৃষ্ঠা

৩৯. কার নেতৃত্বে আলীগড় আন্দোলন শুরু হয়?
A. সৈয়দ আমীর আলী
B. নবাব আব্দুল লতিফ
C. স্যার সৈয়দ আহমদ খান
D. ইসমাইল হোসেন সিরাজী
সঠিক উত্তর: C. স্যার সৈয়দ আহমদ খান

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ২৯৫ পৃষ্ঠা

৪০. মুক্তিযুদ্ধে "ক্র্যাক প্লাটুন" কোন শহরে সক্রিয় ছিলো?
A. ঢাকা
B. খুলনা
C. চট্টগ্রাম
D. যশোর
সঠিক উত্তর: A. ঢাকা

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All in One) বইয়ের ৩১২ পৃষ্ঠা

৪১. Gulliver's Travels ______ a famous book.
A. are
B. is
C. her
D. have
সঠিক উত্তর: B. is

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪২৯ এর রুল ১২]

৪২. What kind of noun is "River"?
A. Material
B. Proper
C. Collective
D. Common
সঠিক উত্তর: D. Common

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪২০]

৪৩. Early rising is beneficial ______ health.
A. for
B. on
C. to
D. of
সঠিক উত্তর: C. to

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫৬৯]

৪৪. Sentence এর কয়টি অংশ?
A. দুইটি
B. চারটি
C. তিনটি
D. পাঁচটি
সঠিক উত্তর: A. দুইটি (Subject and Predicate)

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪১৭]

৪৫. I only want ______ little sugar in my tea, please.
A. some
B. much
C. few
D. a
সঠিক উত্তর: D. a ('a little' অর্থ অল্প পরিমাণ)

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪৯০]

৪৬. All at once – এর অর্থ
A. slowly
B. gradually
C. quickly
D. suddenly
সঠিক উত্তর: D. suddenly (হঠাৎ)

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫৫০]

৪৭. The children were entrusted ______ the care of their uncle.
A. with
B. to
C. for
D. at
সঠিক উত্তর: B. to

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫২০]

৪৮. "Cut and dry" means –
A. Humorous
B. Brief
C. Fixed
D. Secret
সঠিক উত্তর: C. Fixed (পূর্ব-প্রস্তুত বা অপরিবর্তনীয়)

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫৪৩]

৪৯. Which one is correct?
A. Messile
B. Missile
C. Misile
D. Messilee
সঠিক উত্তর: B. Missile

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫৫৪]

৫০. I smell something ______.
A. burnt
B. burn
C. is burning
D. burning
সঠিক উত্তর: D. burning

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫৭৪ এর রুল ৪০]

৫১. Poor এর Noun হল –
A. Poority
B. Poorness
C. Poverty
D. Poorly
সঠিক উত্তর: C. Poverty

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪৬০]

৫২. I have no pen to write ______.
A. at
B. by
C. on
D. with
সঠিক উত্তর: D. with

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫৬৩]

৫৩. Which one is common gender?
A. Boy
B. Baby
C. Girl
D. Man
সঠিক উত্তর: B. Baby

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪৬২]

৫৪. “Borne” শব্দের অর্থ
A. বহন
B. উদ্ধার
C. জন্ম
D. চালিত

সঠিক উত্তর: A. বহন

৫৫. The train is running sixty ______ miles.
A. at
B. for
C. to
D. by
সঠিক উত্তর: A. at (গতিবেগের পূর্বে at বসে)

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫১০ এর at এর ব্যবহার]

৫৬. আমি একে কখনো দেখিনি – ইংরেজি করুন।
A. I do not see him.
B. I never saw him.
C. I never see him.
D. I do not saw him.
সঠিক উত্তর: B. I never saw him.

৫৭. "By and large" means –
A. Everywhere
B. Very large
C. Mostly
D. Far away
সঠিক উত্তর: C. Mostly (মোটের উপর)

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫৪৩]

৫৮. Which of the following words is an Adverb?
A. Quickly
B. Quicker
C. Sly
D. Quickest
সঠিক উত্তর: A. Quickly

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪১৯]

৫৯. Which is the correct spelling?
A. Diarhea
B. Exagarate
C. Litareture
D. Committee
সঠিক উত্তর: D. Committee

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫৫৩]

৬০. Choose the synonym: Atmosphere
A. Tonic
B. Conducive
C. Humid
D. Climate
সঠিক উত্তর: D. Climate

৬১. বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি?
A. ৪৭
B. ৪৯
C. ৫০
D. ৫২
সঠিক উত্তর: C. ৫০ (স্বরবর্ণ ১১টি + ব্যঞ্জনবর্ণ ৩৯টি)

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ০৮]

৬২. ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?
A. বিভক্তি
B. প্রত্যয়
C. ধাতু
D. কৃৎ
সঠিক উত্তর: C. ধাতু

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪৫]

৬৩. কোনটি নাসিক্য ধ্বনি?
A. ম
B. ল
C. জ
D. প
সঠিক উত্তর: A. ম

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৭]

৬৪. নীলিমা শব্দের প্রকৃতি– প্রত্যয় কোনটি?
A. নীল+ইমা
B. নীল+ইমন
C. নীল+ঈমা
D. নীল+ইমন্
সঠিক উত্তর: B. নীল+ইমন

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫৩]

৬৫. চাঁদ এর সমার্থক শব্দ কোনটি?
A. নিধি
B. বধু

C. বিধু
D. সবিতা
সঠিক উত্তর: C. বিধু

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৭৮]

৬৬. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
A. ফলা
B. কার
C. যতি
D. বিরাম
সঠিক উত্তর: B. কার

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৬]

৬৭. গরীয়ান এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
A. গরীয়সী
B. মহীয়সী
C. গরীয়ানী
D. মহীয়ান
সঠিক উত্তর: A. গরীয়সী

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৯]

৬৮. "তুমি যদি যেতে ভালো হত" বাক্যটিতে 'যেতে' ক্রিয়ার কোন কাল?
A. সাধারণ অতীত
B. ঘটমান অতীত
C. নিত্যবৃত্ত অতীত
D. পুরাঘটিত অতীত
সঠিক উত্তর: C. নিত্যবৃত্ত অতীত

৬৯. "সৌম্য” এর বিপরীত শব্দ কোনটি?
A. কঠিন
B. উগ্র
C. উদ্ধত
D. শান্ত
সঠিক উত্তর: B. উগ্র

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৭৬]

৭০. কোনটি তদ্ভব শব্দ?
A. অলাবু
B. ভিটা
C. নদী
D. ফল
সঠিক উত্তর: B. ভিটা

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৪]

৭১. ক্রিয়ার দ্বিতীয় অংশকে কী বলে?
A. ধ্বনি
B. ধাতু
C. বর্ণ
D. ক্রিয়াবিভক্তি
সঠিক উত্তর: D. ক্রিয়াবিভক্তি

৭২. কোনটি সাধিত শব্দ নয়?
A. হাতল
B. ফুলেল
C. গোলাপ
D. পানসা
সঠিক উত্তর: C. গোলাপ (এটি মৌলিক শব্দ)

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৬]

৭৩. বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
A. গৌর দাস
B. পঞ্চানন কর্মকার
C. চার্লস উইলকিন্স
D. গঙ্গাকিশোর ভট্টাচার্য
সঠিক উত্তর: C. চার্লস উইলকিন্স

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১৫৫]

৭৪. তস্কর শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
A. তুচ্ছ
B. তথাগত
C. সাধু
D. অতএব
সঠিক উত্তর: C. সাধু

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৭৩]

৭৫. বরফ শব্দটি যে ভাষা থেকে আগত?
A. আরবি
B. জাপানি
C. ফারসি
D. বাংলা

সঠিক উত্তর: C. ফারসি

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৪]

৭৬. "সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত” এ উক্তিটি কার?
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. প্রমথ চৌধুরী
C. কাজী নজরুল ইসলাম
D. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর: B. প্রমথ চৌধুরী

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১৩০]

৭৭. তারিখ জ্ঞাপক সংখ্যা কোনটি?
A. প্রথম
B. চৌঠা
C. চার
D. ৭ম
সঠিক উত্তর: B. চৌঠা

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩০]

৭৮. সাধারন স্ত্রী জাতীয় অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
A. খালা
B. জা
C. মামী
D. পাগলী
সঠিক উত্তর: D. পাগলী

৭৯. ঋ, র, ষ এর পরে কী হয়?
A. ণ
B. ন্য
C. ন
D. ণ্য
সঠিক উত্তর: A. ণ (ণ-ত্ব বিধান অনুযায়ী)

[জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১২ এর ক]

৮০. মনীষা শব্দের অর্থ নয় কোনটি?
A. অলস
B. মনন
C. বুদ্ধি
D. প্রজ্ঞা
সঠিক উত্তর: A. অলস