বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) ৪৯তম বি.সি.এস. (বিশেষ) এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ১২১৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।
মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান:
- তারিখ: ০২.১১.২০২৫, ০৩.১১.২০২৫, ০৪.১১.২০২৫, ০৫.১১.২০২৫, ০৬.১১.২০২৫ এবং ০৯.১১.২০২৫
- সময়: প্রতিদিন সকাল ১০.০০ টা
- স্থান: বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
মৌখিক পরীক্ষার প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র:
- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ৪৯তম বি.সি.এস. (বিশেষ) এর জন্য নির্ধারিত অনলাইন ফরম (BPSC Form-1) ডাউনলোড করে সংগ্রহ করতে হবে।
- মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে ফরম-১ এবং বিজ্ঞপ্তিতে বর্ণিত সকল প্রয়োজনীয় কাগজপত্র (২ সেট সত্যায়িত ফটোকপি ও মূল সনদ প্রদর্শন) ৩০ মিনিট পূর্বে জমা দিতে হবে।
- প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে: শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি, বয়স প্রমাণের জন্য এস.এস.সি./সমমানের মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি (এফিডেভিট গ্রহণযোগ্য নয়), পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ/পাসপোর্ট, ছাড়পত্র (সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য), প্রতিবন্ধী/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/তৃতীয় লিঙ্গ/মুক্তিযোদ্ধা কোটার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), পরিবর্তিত স্থায়ী ঠিকানার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এবং বি.এম.ডি.সি. রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার কর্তৃক প্রদত্ত উচ্চতা, ওজন ও বুকের মাপ সংক্রান্ত প্রত্যয়নপত্র।
- এছাড়াও, মৌখিক পরীক্ষার পূর্বে অনলাইনে BPSC Form-3 পূরণ করে এর ২ কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। এ বিষয়ে কমিশনের ওয়েবসাইট ও এসএমএস এর মাধ্যমে নির্দেশনা প্রদান করা হবে।
- মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র ডাকযোগে প্রেরণ করা হবে না। প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করে সংগ্রহ করতে হবে।
- কোনো অবস্থাতেই মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ