সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশের শিক্ষার্থীরা আজও বিশ্বের প্রতিযোগিতামূলক অঙ্গনে পিছিয়ে আছে—এর মূল কারণ হলো স্কিল বা দক্ষতার অভাব। আমরা এখনো মূলত মুখস্থবিদ্যার ওপর নির্ভর করি, শুধুমাত্র পরীক্ষায় ভালো মার্ক পাওয়ার জন্য পড়াশোনা করি। নতুন কিছু শেখা, বাস্তব অভিজ্ঞতা অর্জন করা, কিংবা বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানে কাজ করার স্বপ্ন — এসব বিষয়ে আমাদের আগ্রহ তুলনামূলকভাবে কম।

আমাদের অনেকের ধারণা, জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত সরকারি চাকরি পাওয়া। অথচ বাস্তবতা হলো, আজকের বিশ্বে যে যত বেশি দক্ষ, তার সুযোগ তত বেশি। সরকারি চাকরি হোক বা বেসরকারি — সব জায়গাতেই এখন স্কিলই সবচেয়ে বড় যোগ্যতা।

অন্যদিকে আমাদের প্রতিবেশী দেশ ভারত এই দিক দিয়ে অনেক এগিয়ে গেছে। ভারতের তরুণরা এখন নিজেদের স্কিল উন্নত করার দিকে মনোযোগ দিচ্ছে। তারা ডিজিটাল স্কিল, প্রোগ্রামিং, ডিজাইন, মার্কেটিং, কমিউনিকেশনসহ নানা ক্ষেত্রে নিজেদের গড়ে তুলছে। ফলে তারা আজ বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে কাজ করছে, আন্তর্জাতিক মার্কেটে নিজেদের অবস্থান শক্ত করছে।

???? আমাদেরও এখন সময় এসেছে নিজেদের দক্ষতা উন্নত করার।
প্রতিটি চাকরিপ্রার্থী বা তরুণের উচিত নিজের স্কিল এমনভাবে গড়ে তোলা, যেন আন্তর্জাতিক মার্কেটেও আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিযোগিতা করা যায়।

???? নিচে আগ্রহী প্রার্থীদের জন্য কিছু ফ্রি স্কিল ডেভেলপমেন্ট কোর্সের লিস্ট দেওয়া হলো —

১। বিনামূল্যে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ

২। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফ্রি অনলাইন কোর্স: নেই নিবন্ধন ফি বা সময়সীমা

৩। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্স, ঘরে বসেই শিখুন নতুন দক্ষতা

৪। মাইক্রোসফটের ফ্রি অনলাইন কোর্স : ডেটা সায়েন্স–এআইসহ নানা বিষয়ে শেখার সুযোগ

৫। ব্রিটিশ কাউন্সিলের ২০০ ডলারের কোর্স বিনা মূল্যে করার সুযোগ শিক্ষার্থীদের