সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

তিষ্ঠানের নামঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

পদের নামঃ মেসেঞ্জার কাম গার্ড

পরীক্ষার তারিখঃ ১৭ অক্টোবর ২০২৫

পরীক্ষার সময়ঃ ৬০ মিনিট

পূর্ণমানঃ ৭৫

 সম্পূর্ণ সমাধান দেখুন নিচেঃ

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ  

 

১. রবীন্দ্রনাথ কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন?

ক. রক্ত কবরী খ. গীতাঞ্জলী  গ. সোনার তরী ঘ. চোখের বালি

উত্তরঃ খ. গীতাঞ্জলী  

২. বলার ইচ্ছা এর এক কথায় প্রকাশ কোনটি?

ক. জিগীষা খ. বক্তব্য গ. বিবক্ষা ঘ. কোনটি নয়

উত্তরঃ গ. বিবক্ষা

৩. ইসলামী ব্যাংকের কোন প্রধান নির্বাহি বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ছিলেন?

ক. মোহাম্মদ আবদুল মান্নান খ. এম. ফরিদ উদ্দিন আহমদ গ. এল.আর, সরকার ঘ. আব্দুর রকিব

উত্তরঃ গ. এল.আর, সরকার [পুর্ণনাম গ. এল.আর, সরকার =লুৎফর রহমান সরকার, তিনি ৬ষ্ঠ গভর্ণর ছিলেন]

৪. সার্কের রূপকার কে ছিলেন?

ক. হুসাইন মুহম্মদ এরশাদ খ. প্রেসিডেন্ট জিয়াউর রহমান

গ. নেওরাজ শরীফ ঘ. জিগমে সিংগে ওয়াংচুক

উত্তরঃ খ. প্রেসিডেন্ট জিয়াউর রহমান

৫. ইসলামী রেনেসাঁর কবি কে?

ক. কাজী নজরুল ইসলাম খ. কায়কোবাদ গ. আল মাহমুদ ঘ. ফররুখ আহমাদ

উত্তরঃ ঘ. ফররুখ আহমাদ

৬. জাপানের রাজধানীর নাম-

ক. বেইজিং খ. টোকিও গ. কাবুল ঘ. ইসলামাবাদ

উত্তরঃ খ. টোকিও

৭. বিষাদ সিন্ধুর লেখক-

ক. আল মাহমুদ খ. মীর মোশাররফ হোসেন গ. কায়কোবাদ ঘ. গোলাম মোস্তফা

উত্তরঃ খ. মীর মোশাররফ হোসেন

৮. কুয়াকাটা কোন জেলায় অবস্থিত?

ক. ঝালকাঠি খ. ভোলা গ. পটুয়াখালী ঘ. বরগুণা

উত্তরঃ গ. পটুয়াখালী

৯. ৫ টি ফলাফলের গড় ৪৬ এবং প্রথম ৪ টি ফলাফলের গড় ৪৫ হলে পঞ্চম সংখ্যা কত?

ক. ৩০ খ. ৪৫ গ. ৫০ ঘ. ৫৫

উত্তরঃ গ. ৫০

১০. ১ লিটার সমান কত সি.সি?

ক. ১০০০ খ. ১০০ গ. ১০০০৭ ঘ. ১০

উত্তরঃ ক. ১০০০

১১. টাকায় ৩ টি করে কিনে টাকায় ২ টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হয়?

ক. ৫০% খ. ৪০% গ. ৩০% ঘ. ২০%

উত্তরঃ ক. ৫০%

১২. নিচের কোনটি মৌলিক সংখ্যা?

ক. ৯১ খ. ৬০ গ. ৪৭ ঘ. ৮৭

উত্তরঃ গ. ৪৭

১৩. ১১০ জন ছাত্রের মধ্যে ১১ জন ফেল করলে পাশের হার কত?

ক. ৮০% খ. ৭৫% গ. ৯৫% ঘ. ৯০%

উত্তরঃ ঘ. ৯০%

১৪. Always speak the truth-এটি কোন ধরণের Sentence?

ক. Assertive খ. Interrogative গ.  Imperative ঘ. Optative

উত্তরঃ গ.  Imperative

১৫. শূণ্যস্থান পূরণ করুন-I could not attend the school —of illness.

ক. On the occasion খ. on the verge  গ. on the eve ঘ. on account

উত্তরঃ ঘ. on account

১৬. সে অংকে কাঁচা-ব্যাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?

ক. He is weak in math. খ. He is bad in math.

গ. He is backward. ঘ. He is raw.

উত্তরঃ ক. He is weak in math.

১৭. The patient died —-dengue.

ক. from খ. of গ. By ঘ. with

উত্তরঃ খ. of

১৮. ফিফা বিশ্বকাপ ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে?

ক. যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা খ. যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কিউবা

গ. যুক্তরাষ্ট্র ও মেক্সিকো ঘ. যুক্তরাষ্ট্র ও কানাডা

উত্তরঃ ক. যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা

১৯. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক. ১৮৮৭ সালে খ. ১৯০২ সালে গ. ১৯২১ সালে ঘ. ১৯০৫ সালে

উত্তরঃ গ. ১৯২১ সালে

২০. কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল?

ক. সুলতানী আমলে খ. মুঘল আমলে

গ. পাল আমলে ঘ. মৌর্য আমলে

উত্তরঃ ক. সুলতানী আমলে

২১. বর্ডার গার্ড বাংলাদেশ-এর পূর্ব নাম-

ক. বাংলাদেশ রাইফেলস খ. বর্ডার রাইফেলস পার্ড গ. বর্ডার অপারেশনস ঘ. বি.ডি রাইফেলস

উত্তরঃ ক. বাংলাদেশ রাইফেলস

২২. দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল কোন জেলায় অবস্থিত?

ক. বগুড়া খ. সিলেট গ. লালমনিরহাট ঘ. নীলফামারী

উত্তরঃ গ. লালমনিরহাট

২৩. বাংলাদেশে মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন-

ক. ১১ জন খ. ৭ জন গ. ৯ জন ঘ. ৫ জন

উত্তরঃ খ. ৭ জন

২৪. শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয় খ. রাজশাহী বিশ্ববিদ্যালয়

গ. খুলনা বিশ্ববিদ্যালয় ঘ. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

উত্তরঃ ঘ. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

২৫. আগষ্ট মাসের কত তারিখ ৩৬ শে জুলাই?

ক. ৪ আগস্ট  খ. ৫ আগস্ট গ. ৬ আগস্ট ঘ. ৭ আগস্ট

উত্তরঃ খ. ৫ আগস্ট

২৬. বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার নাম কি?

ক. ডঃ সালেহউদ্দিন আহমেদ খ. আহসান এইচ মনসুর

গ. আ.ফ.ম কামাল  ঘ. ফজলে কবির

উত্তরঃ ক. ডঃ সালেহউদ্দিন আহমেদ

২৭. IDB এর পূর্ণরূপ কি?

ক. Islamic Development Bank খ. Internal Development Bank

T. Int. Development Bank  ঘ. Islamic Domestic Bank

উত্তরঃ ক. Islamic Development Bank

২৮. বিদ্রোহী কবি কে?

ক. কাজী নজরুল ইসলাম খ. জাকির আবু জাফর

গ. ফররুখ আহমাদ ঘ. আল মাহমুদ

উত্তরঃ ক. কাজী নজরুল ইসলাম

২৯. ইসলামী ব্যাংকের প্রথম চেয়ারম্যানের নাম কি?

ক. শাহ আব্দুল হান্নান খ. আব্দুর রাজ্জাক লস্কর

গ. এ.এন.এম.এ জাহের ঘ. নাজির আহমেদ

উত্তরঃ খ. আব্দুর রাজ্জাক লস্কর

৩০. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?

ক. ভিটামিন এ খ. ভিটামিন বি গ. ভিটামিন সি ঘ. ভিটামিন ডি

উত্তরঃ ক. ভিটামিন এ

৩১. মানুষের শরীরে অস্থি কয়টি?

ক. ২০৬ টি খ. ১০৬ টি গ. ৩০৬ টি ঘ. ৩৫০ টি

উত্তরঃ ক. ২০৬ টি

৩২. এ বছর ফিলিস্তিনি বংশোদ্ভূক্ত ওমর ইয়াগি কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন?

ক. পদার্থ  খ. শান্তি গ. রসায়ন ঘ. সাহিত্য

উত্তরঃ গ. রসায়ন

৩৩. খোদা কোন ভাষার শব্দ?

ক. আরবী খ. উর্দু গ. ফারসী ঘ. হিন্দি

উত্তরঃ গ. ফারসী

৩৪. বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্ণরের নাম কি?

ক. আহসান এইচ মনসুর খ. সালেহ উদ্দিন আহমেদ

ঘ. এল আর সরকার ঘ. এম. ফরাসউদ্দিন

উত্তরঃ ক. আহসান এইচ মনসুর

৩৫. ফরায়েজী আন্দোলনের নেতা কে ছিলেন?

ক. মজনু শাহ  খ. মীর নেসার আলী তিতুমীর

গ. এ.কে. ফজলুল হক ঘ. হাজী শরীয়তুল্লাহ

উত্তরঃ ঘ. হাজী শরীয়তুল্লাহ

৩৬. জাতীয় ফলের নাম কি?

ক. আম খ. কাঁঠাল গ. লিচু ঘ. আনারস

উত্তরঃ খ. কাঁঠাল

৩৭. কোন বানানটি শুদ্ধ?

ক. সমিচিন খ. সমীচীন গ. সমিচীন ঘ. সমীচিন

উত্তরঃ খ. সমীচীন

৩৮. Gen Z এর জন্ম সময়কাল-

ক. ১৯৮১-১৯৯৫ খ. ১৯৮৩-১৯৯৬ গ. ১৯০০-২০০০ ঘ. ১৯৯৭-২০১২

উত্তরঃ ঘ. ১৯৯৭-২০১২

৩৯. জাতিসংঘের সদর দপ্তর কোন দেশে অবস্থিত?

ক. যুক্তরাজ্য খ. সুইজারল্যান্ড গ. যুক্তরাষ্ট্র  ঘ. জার্মানী

উত্তরঃ গ. যুক্তরাষ্ট্র  

৪০. চাকসু ভিপির নাম কি?

ক. সাদিক কায়েম খ. মোঃ ইব্রাহীম হোসেন (রনি)

গ. এস. এম ফরহাদ ঘ. কেফায়াত উল্লাহ

উত্তরঃ খ. মোঃ ইব্রাহীম হোসেন (রনি)

 

ইসলাম ও নৈতিক শিক্ষা অংশের সমাধানঃ

৪১. নৈতিক শিক্ষার অভাব হলে-

ক. সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় খ. অপরাধ বৃদ্ধি পায় গ. শিক্ষা হারিয়ে যায় ঘ. মানুষ সচেতন হয়

উত্তরঃ খ. অপরাধ বৃদ্ধি পায়

৪২. নৈতিক ব্যক্তি কেমন হয়-

ক. শুধু নিজের স্বার্থ দেখে খ. নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন গ. মিথ্যা বলে ঘ. সমাজ বিরোধী কাজ করে

উত্তরঃ খ. নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন

৪৩. পর্দা করা-

ক. নারীর জন্য ফরয খ. পুরুষের জন্য ওয়াজিব গ. নারী-পুরুষের জন্য ফরজ ঘ. নারী-পুরুষের জন্য ওয়াজিব

উত্তরঃ গ. নারী-পুরুষের জন্য ফরজ

৪৪. যাকাত বণ্টনের খাত কয়টি?

ক. ৮ টি খ. ৭টি গ. ৬ টি ঘ. ৫ টি

উত্তরঃ ক. ৮ টি

৪৫. হাদীস শাস্ত্রের প্রধান ৬ টি বিশুদ্ধ  সংকলনকে কি বলে?

ক. হাদীসে কুদসী খ. মুত্তাফিকুন আলাইহি গ. সিহাহ সিত্তাহ ঘ. মসনাদে আহমদ

উত্তরঃ গ. সিহাহ সিত্তাহ

৪৬. আল কুরআনে সিজদাহ্-এর আয়াত সংখ্যা-

ক. ১৪ টি খ. ১৫ টি গ. ১৯ টি ঘ. ২০ টি

উত্তরঃ ক. ১৪ টি

৪৭. মুনাফিকের আলামত কতটি?

ক. ৭ টি খ. ৬ টি  গ. ৫ টি ঘ. ৩ টি

উত্তরঃ ঘ. ৩ টি

৪৮. দ্বীন অর্থ কি?

ক. ধর্ম খ. জীবন বিধান গ. দরিদ্র ঘ. দিবস

উত্তরঃ খ. জীবন বিধান

৪৯. ইসলাম ধর্মের প্রবর্তক-

ক. হযরত মোহাম্মদ (সঃ) খ. হযরত ইব্রাহীম (আঃ)

গ. হযরত আদম (আঃ) ঘ. হযরত নূহ (আঃ)

উত্তরঃ ক. হযরত মোহাম্মদ (সঃ)

৫০. জামায়াতের সাথে নামাজ পড়া-

ক. ফরজ খ. ওয়াজিব গ. নফল ঘ. সুন্নত

উত্তরঃ খ. ওয়াজিব

৫১. শিরক কি?

ক. আল্লাহর ক্ষমতায় অংশীদার করা খ.আল্লাহকে বিশ্বাস না করা

গ. ইসলাম না মানা ঘ. নবুয়তকে অস্বীকার করা

উত্তরঃ ক. আল্লাহর ক্ষমতায় অংশীদার করা

৫২. ইসলামের রুকন কয়টি?

ক. ৭ টি খ. ৬ টি গ. ৫টি ঘ. ৪ টি

উত্তরঃ গ. ৫টি  

৫৩. ইসলাম শব্দের অর্থ কি?

ক. ধর্ম  খ. ইবাদত গ. আত্মসমর্পণ ঘ. আনুগত্য

উত্তরঃ গ. আত্মসমর্পণ

৫৪. কসরের নামাজ কখন পড়তে হয়-

ক. অসুস্থ হলে খ. যুদ্ধের সময় গ. সফরের সময় ঘ. চন্দ্র গ্রহণের সময়

উত্তরঃ গ. সফরের সময়

৫৫. হাদীসের মূল অংশকে কি বলে?

ক. সনদ খ. মতন গ. আছার ঘ. রেওয়ায়াত

উত্তরঃ খ. মতন

৫৬. সর্বোচ্চ সংখ্যক হাদীস বর্ণনাকারী সাহাবীর নাম কি?

ক. আবু হুরাইরা (রাঃ) খ. আবদুল্লাহ ইবনে আব্বাস (সাঃ)

গ. আয়েশা সিদ্দীকা (রাঃ) ঘ. আবদুল্লাহ ইবনে উমার (রাঃ)

উত্তরঃ ক. আবু হুরাইরা (রাঃ)

৫৭. তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো-এটি কোন সুরায় বলা হয়েছে?

ক. সুরা আলে ইমরান খ. সুরা আত তওবা গ. সুরা আন নিসা ঘ. সুরা আল বাকারা

উত্তরঃ ক. সুরা আলে ইমরান

৫৮. হিজরী সন চালু হয়-

ক. ৬২১ খ্রিষ্টাব্দে খ. ৬২২ খ্রিষ্টাব্দে গ. ৬৩৮ খ্রিষ্টাব্দে ঘ. ৬৪০ খ্রিষ্টাব্দে

উত্তরঃ খ. ৬২২ খ্রিষ্টাব্দে

৫৯. ওহুদের যুদ্ধে কতজন সাহাবী শহীদ হন?

ক. ৬৫ খ. ৭০ গ. ৭৫ ঘ. ৭১

উত্তরঃ খ. ৭০

৬০. পূর্ণ কোরআন নাযিল হতে সময় লেগেছে?

ক. ২৩ বছর খ. ২১ বছর গ. ১৭ বছর ঘ. ১৩ বছর

উত্তরঃ ক. ২৩ বছর

৬১. সাইফুল্লাহ কাকে বলা হয়?

ক. হযরত আলী (রাঃ) খ. হযরত উমর (রাঃ)

গ. খালিদ বিন ওয়ালিদ (রাঃ) ঘ. হযরত আব্বাস (রাঃ)

উত্তরঃ গ. খালিদ বিন ওয়ালিদ (রাঃ)

৬২. কাজের ফলাফল কিসের উপর নির্ভরশীল?

ক. ঈমান  খ. নিয়ত গ. সাওয়াব ঘ. যোগ্যতা

উত্তরঃ খ. নিয়ত

৬৩. মৃত্যুর পর কিয়ামতের পূর্ববর্তী জগৎ হল-

ক. হাশর খ. মীযান গ. পুলসিরাত ঘ.বারযাখ

উত্তরঃ ঘ.বারযাখ [কবরের জগৎ]

৬৪. কারো অনুপস্থিতিতে তার দোষ নিয়ে আলোচনা করা-

ক. নিন্দা খ. পরনিন্দা গ. গীবত ঘ. বুহতান

উত্তরঃ গ. গীবত

৬৫. এক মুমিন অপর মুমিনের ——স্বরূপ.

ক. পোশাক খ. আয়না গ. অভিভাবক ঘ. শিক্ষক

উত্তরঃ খ. আয়না

৬৬. যাবুর কিতাব নাযিল হয় কোন রাসুলের উপর?

ক. হযরত মুসা (আঃ) খ. হযরত মুহম্মদ (সাঃ) গ. হযরত দাউদ (আঃ) ঘ. হযরত ঈসা (আঃ)

উত্তরঃ গ. হযরত দাউদ (আঃ

৬৭. নিশ্চয়ই তোমাদের জন্য রাসুলুল্লাহ (সাঃ) এর জীবনে রয়েছে উত্তম আদর্শ-কোন সুরায় বলা হয়েছে?

ক. আল বাকারা খ. হিজর গ. আলে ইমরান ঘ. আল আহযাব

উত্তরঃ ঘ. আল আহযাব  

৬৮. তাফসীর ফি যিলালিল কুরআনের লেখক কে?

ক. মুফতী মুহাম্মদ শফী (দাঃ) খ. মাওঃ তকী উসমানী গ. ইবনে কাসীর (রঃ) ঘ. সাইয়্যিদ কুতুব

উত্তরঃ ঘ. সাইয়্যিদ কুতুব

৬৯. তাওবার অর্থ-

ক. মাফ চাওয়া খ. অনুতপ্ত হয়ে আল্লাহ দিকে ফিরে আসা

গ. চোখের পানি ফেলা ঘ. প্রতিজ্ঞা করা

উত্তরঃ খ. অনুতপ্ত হয়ে আল্লাহ দিকে ফিরে আসা

৭০. রাসুল সাঃ এর দুধ মার নাম-

ক. বিবি হালিমা খ. আমিনা গ. জোহরা ঘ. কোনটিই নয়

উত্তরঃ ক. বিবি হালিমা

৭১. আল-কোরআনের সূরা সংখ্যা-ক

ক. ১১৪ টি খ. ১১৯ টি গ. ১২১ টি ঘ. ১১৩ টি

উত্তরঃ ক. ১১৪ টি

৭২. হজ্বের সময় আরাফাতে অবস্থান-

ক. ফরয খ. ওয়াজিব গ. সুন্নত ঘ. নফল

উত্তরঃ ক. ফরয

৭৩. কোন সূরাকে উম্মুল কোরআন বলা হয়?

ক. সুরা ইখলাস খ. সুরা কাউসার গ. সুরা নসর ঘ. সূরা ফাতিহা

উত্তরঃ ঘ. সূরা ফাতিহা

৭৪. আল্লাহর পরিচয় দেয়া হয়েছে কোন সূরায়?

ক. সূরা ফাতিহা খ. সুরা আলাক  গ. সূরা ইখলাস ঘ. সূরা নাবা

উত্তরঃ গ. সূরা ইখলাস

৭৫. রোজা ফরজ হয় কোন মাসে?

ক. শাবান খ. রজব গ. মহররম ঘ. রমজান

উত্তরঃ ক. শাবান