সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

মৎস্য অধিদপ্তরের ২০২৩ সালের ৩য় ও ৪র্থ শ্রেণির (১১তম হতে ২০তম) গ্রেডের কর্মচারী নিয়োগ কার্যক্রমে অপেক্ষমান তালিকা থেকে শূন্য পদে নিয়োগ প্রদানের লক্ষ্যে নিম্নোক্ত পদসমূহে মোট ১২৪ জন প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।

  • নক্সাকার: ০২ জন
  • সীটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ০৫ জন
  • হ্যাচারী টেকনিশিয়ান: ০১ জন
  • অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৬৮ জন
  • গাড়ি চালক: ০২ জন
  • ফটোকপি অপারেটর: ০১ জন
  • অফিস সহায়ক: ৩১ জন
  • নিরাপত্তা প্রহরী: ০৭ জন
  • হ্যাচারী আ্যাটেনডেন্ট: ০৪ জন
  • ফিসারম্যান কাম-গার্ড: ০২ জন
  • পরিচ্ছন্নতা কর্মী: ০১ জন

নিয়োগের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নির্বাচিত প্রার্থীগণের অনুকূলে যথাসময়ে নিয়োগ পত্র প্রদান করা হবে। এ নিয়োগ সংক্রান্ত পরবর্তী সকল তথ্য মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.fisheries.gov.bd) প্রকাশ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ