ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক পিএলসি ও অগ্রণী ব্যাংক পিএলসি এর 'অফিসার-রুরাল ক্রেডিট (ও-আরসি)' পদে মোট ২৩৩টি শূন্য পদের নিয়োগ পরীক্ষার জন্য প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
অনলাইনে আবেদনকারী প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) আপলোড করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদেরকে ১৬/১০/২০২৫ তারিখের মধ্যে উক্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। নির্ধারিত তারিখের পরে কোনো অবস্থাতেই প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ থাকবে না।
প্রবেশপত্র ব্যতীত পরীক্ষায় অংশগ্রহণের কোনো সুযোগ নেই। পরীক্ষার তারিখ, সময় এবং পরীক্ষা কেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ