সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে মোট ০৯টি শূন্য পদে জনবল নিয়োগ করা হবে। পদগুলো রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য উন্মুক্ত।

পদের নাম ও সংখ্যা:

  • প্রধান সহকারী (গ্রেড-১৪ তম): ০১ টি
  • ক্যাশিয়ার (গ্রেড-১৪ তম): ০১ টি
  • সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪ তম): ০১ টি
  • হাউজ কিপার (গ্রেড-১৪ তম): ০১ টি
  • স্টোর কিপার (গ্রেড-১৪ তম): ০১ টি
  • এভি অপারেটর (গ্রেড-১৫ তম): ০১ টি
  • অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬ তম): ০১ টি
  • অফিস সহায়ক (গ্রেড-২০ তম): ০২ টি

বয়সসীমা:

০৯/১০/২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের চেয়ারম্যান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বরাবর নির্ধারিত “নমুনা ছক” মোতাবেক পূর্ণাঙ্গ আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে। আবেদন ফরম ও প্রবেশ পত্রের নমুনা ফরম রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট (rhdc.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে।

আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ ৪০০/- (চারশত) টাকা (অফেরতযোগ্য) চেয়ারম্যান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙ্গামাটি এর নামীয় হিসাব নং- ৫৪১৯২৪০০০০৪৭২ এ জমা প্রদান করে জমা স্লিপের মূলকপি সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ০৯ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ, অফিস চলাকালীন সময় পর্যন্ত।

পরীক্ষার তথ্য:

লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময় প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় নোটিশ বোর্ড এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে (rhdc.gov.bd) প্রকাশ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ