সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

কারা অধিদপ্তরের আসন্ন পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা অনুসরণ করতে হবে।

লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাউনলোডকৃত রঙিন প্রবেশপত্র সাথে নিয়ে আসা বাধ্যতামূলক। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না এবং প্রবেশপত্র ভাঁজ না করার জন্য অনুরোধ করা হয়েছে।

সকল পরীক্ষার্থীকে সকাল ০৭:৩০ ঘটিকার মধ্যে পরীক্ষা কেন্দ্রের নির্ধারিত বুথে উপস্থিত থাকতে হবে।

পরীক্ষার হলে মোবাইল ফোন, মানিব্যাগ, ক্যালকুলেটর, ডিজিটাল ও এনালগ ঘড়িসহ যেকোনো ইলেকট্রনিক/ডিজিটাল ডিভাইস আনা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই নির্দেশনা অমান্য করলে পরীক্ষায় অংশগ্রহণ বাতিল করা হবে।

প্রার্থীদের শুধুমাত্র কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। পেন্সিল ব্যবহার নিষিদ্ধ।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে সকল প্রার্থীকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।

অসদুপায় অবলম্বন বা অসদাচরণ করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই প্রবেশপত্রটি লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) সকল পরীক্ষার জন্য প্রযোজ্য হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষা সংক্রান্ত তথ্য এসএমএস এবং কারা অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র ও সকল সনদের মূল কপি উপস্থাপন করা বাধ্যতামূলক।

কোনো প্রকার তদবির, সুপারিশ বা আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীকে সরাসরি অযোগ্য ঘোষণা করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ