সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) ৪৫তম বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষার (৩য় পর্যায়) সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে। গত ২৮.০৮.২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিটি বাতিল করে নতুন করে ৬৪ জন প্রার্থীর জন্য এই সংশোধিত সময়সূচি জারি করা হয়েছে।

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়:

  • তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার)
  • সময়: সকাল ১০:০০ টা

পরীক্ষার স্থান:

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।

উল্লেখ্য, পূর্বে ১৪.০৯.২০২৫ তারিখে যাদের মৌখিক পরীক্ষা নির্ধারিত ছিল, তাদের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:

  • লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিপিএসসি ওয়েবসাইট (bpsc.gov.bd) থেকে FD-1 ফরম ডাউনলোড করে সকল প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার ৩০ মিনিট পূর্বে সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে।
  • বয়স প্রমাণের জন্য এস.এস.সি./সমমানের পরীক্ষার মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
  • এছাড়াও, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, জাতীয় পরিচয়পত্র (যদি থাকে), মুক্তিযোদ্ধার সনদ (যদি প্রযোজ্য), ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সনদ, প্রতিবন্ধী সনদ এবং অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র ও ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে।
  • মৌখিক পরীক্ষার পূর্বে FD-3 ফরম অনলাইনে পূরণ করে জমা দিতে হবে এবং এর ২ (দুই) কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।
  • কমিশনের ওয়েবসাইট থেকে সাক্ষাৎকারপত্র ডাউনলোড করে তাতে নিজ তারিখ ও রেজিস্ট্রেশন নম্বর লিখে মৌখিক পরীক্ষার দিন সকল কাগজপত্রসহ উপস্থিত হতে হবে। ডাকযোগে কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না।
  • কোনো অবস্থাতেই মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ