বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের “বিদ্যুৎ পরিদর্শক” (৯ম গ্রেড) পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত বাছাই (0400) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
গত ০২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যারা লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন, তাদের রেজিস্ট্রেশন নম্বর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কৃতকার্য প্রার্থীদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং) সহ মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সময়সূচি এবং অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ