ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর নিয়োগ বিজ্ঞপ্তি-১১ এর আওতায় গত ১৫ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
মৌখিক পরীক্ষা নিম্নলিখিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে:
১. ২৭ আগস্ট ২০২৫ (বুধবার):
- শিফট-১ (দুপুর ২:০০ টা থেকে বিকাল ৪:০০ টা):
- সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) - ০৫ জন
- সহকারী ব্যবস্থাপক (মানব সম্পদ) - ১৩ জন
- সহকারী ব্যবস্থাপক (এস্টেট/লিগ্যাল) - ১৩ জন
- শিফট-২ (বিকাল ০৪:৩০ মিনিট থেকে সন্ধ্যা ০৬:৩০ মিনিট):
- সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) - ১২ জন
- সহকারী ব্যবস্থাপক (লজিস্টিকস) - ১৮ জন
২. ২৮ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার):
- শিফট-১ (দুপুর ২:০০ টা থেকে বিকাল ৪:০০ টা):
- অর্থ কর্মকর্তা - ১০ জন
- জুনিয়র রাজস্ব কর্মকর্তা - ১৫ জন
- শিফট-২ (বিকাল ০৪:৩০ মিনিট থেকে সন্ধ্যা ০৬:৩০ মিনিট):
- জুনিয়র মার্কেটিং অফিসার - ১৫ জন
- পেশ ইমাম - ০৭ জন
- সিনিয়র স্টাফ নার্স - ০৭ জন
৩. ২৯ আগস্ট ২০২৫ (শুক্রবার):
- সেমি স্কিন্ড মেইনটেইনার পদের মৌখিক পরীক্ষা:
- শিফট-১: সকাল ০৯:০০ ঘটিকা থেকে ১১:০০ ঘটিকা পর্যন্ত (৩০ জন প্রার্থী)
- শিফট-২: সকাল ১১:০০ ঘটিকা থেকে ০১:০০ ঘটিকা পর্যন্ত (৩০ জন প্রার্থী)
- শিফট-৩: দুপুর ০২:৩০ থেকে বিকাল ০৪:৩০ ঘটিকা পর্যন্ত (৩০ জন প্রার্থী)
- শিফট-৪: বিকাল ০৫:০০ ঘটিকা থেকে সন্ধ্যা ০৭:০০ ঘটিকা পর্যন্ত (৩০ জন প্রার্থী)
৪. ৩০ আগস্ট ২০২৫ (শনিবার):
- সেমি স্কিন্ড মেইনটেইনার পদের মৌখিক পরীক্ষা:
- শিফট-১: সকাল ০৯:০০ ঘটিকা থেকে ১১:০০ ঘটিকা পর্যন্ত (৩০ জন প্রার্থী)
- শিফট-২: সকাল ১১:০০ ঘটিকা থেকে ০১:০০ ঘটিকা পর্যন্ত (৩০ জন প্রার্থী)
- শিফট-৩: দুপুর ০২:৩০ থেকে বিকাল ০৪:৩০ ঘটিকা পর্যন্ত (২৩ জন প্রার্থী)
- শিফট-৪: বিকাল ০৫:০০ ঘটিকা থেকে সন্ধ্যা ০৭:০০ ঘটিকা পর্যন্ত (৩০ জন প্রার্থী)
প্রার্থীগণকে নির্ধারিত তারিখে পরীক্ষা শুরু হওয়ার ০১ (এক) ঘন্টা পূর্বে তাঁদের অনুকূলে প্রেরিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইতোপূর্বে প্রেরিত মূল প্রবেশপত্রসহ জাতীয় পরিচয়পত্রের মূল কপি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণের মূল সনদসহ পরীক্ষার স্থলে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ