বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) কর্তৃক 'এরোড্রাম সহকারী' পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ১৪৬ জন প্রার্থীর গুরুত্বপূর্ণ নির্দেশিকা ও যোগদানের সময়সূচী প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:

  • এরোড্রাম সহকারী: ১৪৬ জন

স্বাস্থ্য পরীক্ষা ও যোগদানের তারিখ:

  • মেধাক্রম ০১ হতে ৩৮ (৩৫ জন) পর্যন্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা: ০১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, সকাল ০৯:০০ টা। স্থান: এফএসআর বিভাগ, সিএএবি, সদর দপ্তর, ঢাকা-১২২৯।
  • মেধাক্রম ৮১ হতে ১১২ (৩২ জন) পর্যন্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা: ০২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, সকাল ০৯:০০ টা। স্থান: এফএসআর বিভাগ, সিএএবি, সদর দপ্তর, ঢাকা-১২২৯।
  • মেধাক্রম ৪০ হতে ৮০ (৩৫ জন) এবং ১১৩ হতে ১৪৬ (৩২ জন) পর্যন্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা: ১০ সেপ্টেম্বর ২০২৫। স্থান: প্রশাসন বিভাগ, সিএএবি, সদর দপ্তর, ঢাকা-১২২৯।

যোগদানের শেষ তারিখ:

  • সকল নির্বাচিত প্রার্থীকে ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, সকাল ০৯:০০ টায় সদস্য (প্রশাসন), বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা-১২২৯ এর বরাবর যোগদান পত্র দাখিল করতে হবে।

যোগদানের প্রক্রিয়া:

  • নির্বাচিত প্রার্থীদের CAAB ওয়েবসাইট (www.caab.gov.bd) থেকে নির্ধারিত ফরম (ফরম-ক, ফরম-খ, ফরম-গ, ফরম-ঘ, ফরম-ঙ, ফরম-চ, ফরম-ছ) ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে।
  • যোগদানের সময় স্বাস্থ্যগত সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার মূল ও সত্যায়িত কপি, নাগরিকত্ব সনদপত্রের মূল কপি, চারিত্রিক সনদপত্র, এবং প্রযোজ্য ক্ষেত্রে পূর্বের কর্মস্থল থেকে ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।
  • ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ০৫ বছরের বন্ড (ফরম-ঙ) এবং যৌতুক গ্রহণ বা প্রদান না করার অঙ্গীকারনামা (ফরম-চ) জমা দেওয়া বাধ্যতামূলক।
  • স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী (ফরম-ছ) জমা দিতে হবে।
  • চার কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, চাকরির আবেদনপত্র ও প্রবেশপত্র (কালার প্রিন্ট) জমা দিতে হবে।
  • প্রার্থীরা দুই বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে থাকবেন এবং প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর চাকরি স্থায়ী করা হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:

  • স্বাস্থ্যগত পরীক্ষায় অনুপযুক্ত বিবেচিত হলে যোগদান বাতিল হবে।
  • যোগদানের জন্য কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না।
  • নির্দিষ্ট তারিখে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ