নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক আয়োজিত সমন্বিত নাবিক (রেটিং) ভর্তি পরীক্ষা-২০২৫ (গ্রীন্নকালীন সেশন) এর মৌখিক পরীক্ষা পরবর্তী সরকারি ইন্সটিটিউট ভিত্তিক মেধা ও অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়েছে। নাবিক (রেটিং) পদে সরকারি ইন্সটিটিউটে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের জন্য এই তালিকা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা জারি করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্য ও তারিখসমূহ:
- চক্ষু পরীক্ষা (কালার ভিশন ও ল্যান্টার্ণ):
- তারিখ: ১৯.০৮.২০২৫, ২০.০৮.২০২৫ এবং ২১.০৮.২০২৫।
- স্থান: নৌপরিবহন অধিদপ্তর, এফ-১২/সি-১, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
- ফি: ৫০০ টাকা (ওয়েবসাইটের মাধ্যমে পরিশোধযোগ্য)।
- চক্ষু পরীক্ষার রিভিউ:
- আবেদনের শেষ সময়: ২১.০৮.২০২৫ দুপুর ০২:০০ ঘটিকা।
- রিভিউ পরীক্ষার তারিখ ও সময়: ২১.০৮.২০২৫ বেলা ০৩:০০ ঘটিকা।
- স্থান: নৌপরিবহন অধিদপ্তর, ঢাকা। (রিভিউ পরীক্ষার ফি প্রার্থীদের বহন করতে হবে)
- চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা:
- তারিখ: ২০.০৮.২০২৫ হতে ২৫.০৮.২০২৫ তারিখের মধ্যে।
- স্থান: স্বস্ব ইন্সটিটিউটের নির্দেশনা অনুযায়ী সিভিল সার্জন কার্যালয়।
- প্রয়োজনীয় পরীক্ষা: বুকের এক্সরে, প্রসাব (সুগার/এলবুমিন), রক্ত (ভি.ডি.আর.এল), দৃষ্টিশক্তি, কালার ভিশন (বর্ণান্ধতামুক্ত), ডোপ টেস্ট ও শ্রবণ শক্তি।
- (চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার ফি প্রার্থীদের বহন করতে হবে)
- সরকারি ইন্সটিটিউটে ভর্তির সময়সীমা:
- তারিখ: ২০.০৮.২০২৫ হতে ২৬.০৮.২০২৫ তারিখের মধ্যে।
- ভর্তি ফি (পে-অর্ডার): ১০,০০০/- টাকা (ফেরত যোগ্য), সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের অনুকূলে।
- স্থান: সংশ্লিষ্ট ইন্সটিটিউট।
- (ভর্তির কার্যক্রম সরকারি ছুটির দিনেও চলমান থাকবে।)
উল্লিখিত তারিখের মধ্যে যারা ভর্তি হবেন না, তাদের আসন শূন্য ঘোষণা করা হবে এবং শূন্য আসনের বিপরীতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী অনলাইনে ইন্সটিটিউট পরিবর্তনের আবেদন গ্রহণ করা হতে পারে। সরকারি ইন্সটিটিউটে ভর্তি কার্যক্রম সম্পন্ন হলে বেসরকারি ইন্সটিটিউটসমূহে ভর্তির কার্যক্রম শুরু হবে। বেসরকারি ইন্সটিটিউটসমূহের ভর্তি সংক্রান্ত তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ