বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের অধীনে দশম, একাদশ ও দ্বাদশ গ্রেডের শূন্য পদে সরাসরি নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে।

যেসব পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে:

  • জেলা কীটতত্ত্ববিদ (১০ম গ্রেড) - স্বাস্থ্য অধিদপ্তর
  • মিডওয়াইফ (১০ম গ্রেড) - নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর
  • এ্যাসিসটেন্ট ট্রেনার (১১তম গ্রেড) - জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)
  • নার্স মিডওয়াইফ (১২তম গ্রেড) - জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)

পরীক্ষার তারিখ ও সময়:

সকল পদের লিখিত পরীক্ষা ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (শনিবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষা দুপুর ১২:০০ মিনিট থেকে বিকাল ৪:০০ মিনিট পর্যন্ত ৪ ঘণ্টা ব্যাপী চলবে। পরীক্ষার মোট নম্বর ২০০ (বাংলা-৪০, ইংরেজি-৪০, সাধারণ জ্ঞান-৪০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল-৮০)।

পরীক্ষার কেন্দ্র:

  • 'মিডওয়াইফ', 'এ্যাসিসটেন্ট ট্রেনার' এবং 'নার্স মিডওয়াইফ' পদের পরীক্ষা শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭-এ অনুষ্ঠিত হবে।
  • 'জেলা কীটতত্ত্ববিদ' পদের পরীক্ষা বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ এর মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী:

  • প্রার্থীদের অবশ্যই স্ব স্ব প্রবেশপত্র নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।
  • শ্রুতিলেখক প্রয়োজন এমন প্রতিবন্ধী পরীক্ষার্থীদের আগামী ২৭ আগস্ট, ২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
  • পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না।
  • পরীক্ষা কক্ষে মোবাইল ফোন, ঘড়ি, ব্যাগ, ইলেকট্রনিক ডিভাইসসহ সকল প্রকার নিষিদ্ধ সামগ্রী আনা সম্পূর্ণ নিষেধ। শুধুমাত্র কালো কালির বলপয়েন্ট কলম এবং সাধারণ ক্যালকুলেটর (সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যতীত) ব্যবহার করা যাবে।
  • উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে এবং কোনো প্রকার কাটাকাটি বা ফ্লুইড ব্যবহার করা যাবে না। একই সাথে চারটি ভিন্ন উত্তরপত্রে চারটি বিষয়ের উত্তর দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ