প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো'র উপজেলা পর্যায়ের রাজস্ব খাতভুক্ত অফিস সহায়ক (১৬তম গ্রেড) পদের লিখিত পরীক্ষা আগামী ২২ আগস্ট ২০২৫, শুক্রবার সকাল ১০:০০ ঘটিকা থেকে ১১:০৫ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
যে সকল প্রার্থীর (অর্থাৎ, দৃষ্টিপ্রতিবন্ধী বা স্বহস্তে লিখতে অক্ষম) এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য শ্রুতিলেখক প্রয়োজন হবে, তাঁদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
শ্রুতিলেখক পেতে ইচ্ছুক প্রার্থীদের ১৭ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে একটি লিখিত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় সকল সনদ এবং সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত "সুবর্ণ নাগরিক কার্ড" সংযুক্ত করতে হবে। আবেদনপত্র উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ব্যক্তি প্রশাসন শাখায় (কক্ষ নং-২০১) দাখিল করতে হবে।
উল্লেখ্য, প্রার্থীরা কোনো ব্যক্তিকে শ্রুতিলেখক হিসেবে প্রস্তাব করতে পারবেন না। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী শ্রুতিলেখক নিয়োগ করবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ