পদ: মেডিকেল ইনফরমেশন অফিসার (জেনারেল টিম)

কোম্পানি: Popular Pharmaceuticals PLC.

চাকরির সংক্ষিপ্ত বিবরণ:Popular Pharmaceuticals PLC. বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর মধ্যে অন্যতম। আমাদের নিরন্তর প্রবৃদ্ধি বজায় রাখতে, আমরা স্মার্ট, উদ্যমী এবং কঠোর পরিশ্রমী প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করছি।

প্রধান দায়িত্বসমূহ:

  • চিকিৎসকদের কাছে পণ্যের তথ্য কার্যকর ও দক্ষতার সাথে উপস্থাপন করা।
  • বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য চিকিৎসকদের থেকে প্রেসক্রিপশন তৈরি এবং ফার্মেসি থেকে অর্ডার সংগ্রহ করা।

প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলী:

  • এইচএসসি/এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ সহ যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
  • বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা।
  • বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা।
  • ফার্মাসিউটিক্যালস শিল্পে একটি উজ্জ্বল কর্মজীবন গড়ার আগ্রহ।
  • বয়স সর্বোচ্চ ৩৩ বছর।

সুবিধাসমূহ:

  • আকর্ষণীয় বেতন প্যাকেজ।
  • উচ্চ বিক্রয় ইনসেনটিভ।
  • লিভ এনক্যাশমেন্ট (Leave Encashment)।
  • ৩টি উৎসব বোনাস।
  • প্রভিডেন্ট ফান্ড।
  • গ্র্যাচুইটি।
  • প্রফিট শেয়ার।
  • টিএ/ডিএ (TA/DA)।
  • সফল প্রশিক্ষণার্থীদের জন্য প্রশিক্ষণ ভাতা।
  • বিদেশি ভ্রমণের সুযোগ।

ওয়াক-ইন-ইন্টারভিউ (Walk-in Interview):আগ্রহী প্রার্থীদেরকে নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী সরাসরি ইন্টারভিউ-এর জন্য উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে।

প্রয়োজনীয় কাগজপত্র:ইন্টারভিউ-এর সময় প্রার্থীদেরকে তাদের বায়ো-ডাটা, ২ কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র এবং সকল একাডেমিক সার্টিফিকেটের মূলকপি ও ফটোকপিসহ উপস্থিত থাকতে হবে।

ইন্টারভিউ-এর সময়সূচি:

ইন্টারভিউ-এর সময়: সকাল ১০:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত (সকল স্থানের জন্য)