বাংলা অংশের সমাধান

বাগধারা

১. অহিনকুল সম্বন্ধ- ভীষণ শত্রুতা

২.ইতর বিশেষ- পার্থক্য

৩. কেউ কেটা- সামান্য

৪. ছকড়া নকড়া- সস্তা দর

৫. ফোড়ন দেওয়া- টিপ্পনী কাটা

 

সন্ধি বিচ্ছেদ

১. ষষ্ঠ-ষষ্+থ্

২. পরস্পর- পর্+পর

৩.সচ্চিন্তা-সৎ+চিন্তা

৪.রাচ্ঞী-রাজ্+নী

৫.পদ্ধতি-পদ্+হতি

 

সমাস/ব্যাসবাক্য

১. নরাধম- অধম যে নর – কর্মধারয়

২.শ্রমলব্ধ- শ্রম দ্বারা লব্ধ- তৃতীয়া তৎপুরুষ

৩. উপকণ্ঠ- কন্ঠের সমীপে- অব্যয়ীভাব

৪. পঞ্চবটী- পঞ্চবটের সমাহার -দ্বিগু

৫.অশ্রুতপূর্ব – পূর্বে অশ্রুত- সপ্তমী তৎপুরুষ

 

বানান শুদ্ধ

১.আশুকেন্দ্রিক

২. বনস্পতি

৩. প্রত্যুদ্গমন

৪. স্বয়ংবরা

৫. অনন্যপায়

 

এক কথায় প্রকাশ

১. স্পর্শ করা যায় না যার- অতলস্পর্শী

২. যে ক্রমাগত রোদন করেছে- রোরুদ্যমান

৩. যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে- অবিমৃষ্যকারী

৪. যা পূর্বে শোনা যায়নি- অশ্রুতপূর্ব

৫. যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না- অজ্ঞাতকুলশীল


সাধারণ জ্ঞান অংশের সমাধান


1. মুজিবনগর সরকার কত তারিখে গঠন করা হয় এবং কত তারিখে শপথ গ্রহণ করেন- ১৯৭১ সালের ১০ই এপ্রিল, শপথ ১৭ই এপ্রিল ।

 

2. জাপান ও চীনের মুদ্রার নাম -ইয়েন ও ইউয়ান

 

3. SDG এর লক্ষ্য ও সূচকের সংখ্যা লিখুন- ১৭টি লক্ষ্যমাত্রা , ৪৭টি সূচক ।

 

4. পায়ের আওয়াজ পাওয়া যায় এবং আগুনের পরশমনি গ্রন্থের লেখক এর নাম লিখুন- সৈয়দ শামসুল হক ও হুমায়ূন আহমেদ

 

5. রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় এবং কোন দেশের কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে – পাবনার রূপপুরে এবং রাশিয়ার কারিগরী সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

 

6.আত্মজা ও একটি করবী গাছ কোন জাতীয় রচনা ও রচয়িতার নাম লিখুন -গল্পগ্রন্থ, হাসান আজিজুল হকের

 

7. মুক্তিযুদ্ধের দুইজন মহিলা বীর প্রতীকের নাম লিখুন- তারামন বিবি ও সেতারা বেগম

 

8. মিয়ানমার ও সিঙ্গাপুরের রাজধানীর নাম লিখুন-নেপিডো ও সিঙ্গাপুর সিটি

 

9. পূর্ণরূপ দেখুন- WWW-WORLD WIDE WEB, ROM- READ ONLY MEMORY, BRAC- Bangladesh Rural Advancement Committee, UNESCO-The United Nations Educational, Scientific and Cultural Organization