বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) কর্তৃক ৪৮তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর সহকারী সার্জন পদের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। মোট ৮৬৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা ১৭ আগস্ট ২০২৫ থেকে ২১ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে পরীক্ষা শুরু হবে।
মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি:
মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের কমিশন ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে BPSC Form-1 ডাউনলোড করে পূরণ করতে হবে। এই ফরম এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল প্রয়োজনীয় কাগজপত্র (যেমন: শিক্ষাগত যোগ্যতার সনদ, বয়স প্রমাণের সনদ, জাতীয় পরিচয়পত্র, সত্যায়িত ছবি, বিএমডিসি রেজিস্ট্রেশন সনদ ইত্যাদি) মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার অন্তত ৩০ মিনিট পূর্বে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হতে হবে। এছাড়াও, BPSC Form-3 অনলাইনে পূরণ করে এর ২ কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।
কোনো প্রার্থীর কাছে ডাকযোগে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে তাদের সাক্ষাৎকারপত্র ডাউনলোড করতে পারবেন। প্রয়োজনীয় প্রমাণপত্র ছাড়া মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ