Opsonin Pharma Limited-এর একটি 'Walk-In-Interview' বিজ্ঞপ্তির তথ্য দেওয়া আছে। নিচে তা সাজিয়ে তুলে ধরা হলো:

পদের নাম: Medical Promotion Officer

শিক্ষাগত যোগ্যতা:

  • বিজ্ঞান বিভাগে স্নাতক (B.Sc.) ডিগ্রি থাকা আবশ্যক।
  • স্ব-প্রণোদিত এবং কঠোর পরিশ্রমী হতে হবে।
  • বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সাবলীলভাবে কথা বলতে জানতে হবে।
  • বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদনের জন্য অন্যান্য শর্তাবলী:

  • বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
  • শুধুমাত্র যাদের ফার্মাসিউটিক্যালস সেলসে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা আছে, তারা আবেদন করতে পারবেন।

আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র:

  • হাতে লেখা আবেদনপত্র, যা Human Resources Department-এর উদ্দেশ্যে লিখতে হবে।
  • সম্পূর্ণ জীবনবৃত্তান্ত (Resume)।
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবি।
  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি।
  • মার্কশীট ও ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি।
  • বার্থ সার্টিফিকেট ও ওয়ার্ড কমিশনার/চেয়ারম্যানের দেওয়া চারিত্রিক সনদপত্রের ফটোকপি।

আকর্ষণীয় সুবিধা ও সুযোগ:

  • চমৎকার কাজের পরিবেশ।
  • ব্যতিক্রমী প্রশিক্ষণ।
  • আকর্ষণীয় বেতন এবং বোনাস।
  • হ্যান্ডসাম টিএ/ডিএ ও মোবাইল অ্যালাউন্স।
  • কোম্পানি কর্তৃক মোটরসাইকেল কেনার জন্য ঋণ সুবিধা।
  • কর্মক্ষমতার উপর ভিত্তি করে সেলস ইনসেন্টিভ।
  • সেরা কর্মীর জন্য বার্ষিক ইনসেন্টিভ ট্যুর।
  • প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি।

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের সময়সূচী:

  • তারিখ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • সময়: সকাল ৯:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত।

যোগাযোগের ঠিকানা (HR Department):Opsonin Pharma Limited Human Resources Department Opsonin Building, 30 New Eskaton Road Dhaka 1000, Bangladesh

ওয়েবসাইট: www.opsonin-pharma.com


সূত্রঃ প্রথম আলো-০১-০৮-২০২৫ তারিখ


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ