শীঘ্রই শুভ উদ্বোধন উপলক্ষ্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ-এর নতুন শাখা কুমিল্লায় কিছু দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিকে বিভিন্ন শাখায় পূর্ণ পদে জরুরি ভিত্তিতে যোগদানের সুযোগ দেওয়া হচ্ছে। প্রার্থীর পূর্ণ জীবন বৃত্তান্ত, ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি, যোগাযোগের জন্য মোবাইল নম্বরসহ খামের ওপর পদের নাম উল্লেখপূর্বক আগামী ১৫ই আগস্ট ২০২৫ইং তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

পদসমূহ ও শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতা:

ক্রমিক নংপদের নামশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
০১বায়োকেমিস্ট (পুরুষ)বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োকেমিস্ট্রিতে অনার্স সহ মাস্টার্স। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা।
০২মার্কেটিং এক্সিকিউটিভ/মেডিকেল প্রমোশন অফিসার (পুরুষ)স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা। প্রার্থীকে উচ্চ ব্যক্তিত্ব, আধুনিক ব্যবহারের অধিকারী ও পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে।
০৩পাবলিক রিলেশন অফিসার (পুরুষ)পাবলিক রিলেশন সংক্রান্ত বিষয়ে কাজ করার বাস্তব অভিজ্ঞতা। প্রার্থীকে উদ্যমী, পরিশ্রমী ও রোগী সেবায় মানসিকতা সম্পন্ন হতে হবে।
০৪কাস্টমার সার্ভিসেস অফিসার এন্ট্রি কাউন্টার (পুরুষ) স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী এবং কম্পিউটার অপারেটিং-এ দক্ষতাসহ হেলথ ডায়াগনস্টিক সেন্টারে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
০৫মেডিকেল টেকনোলজিস্ট (পুরুষ) (CT, Scan & MRI ইউনিটেই)রেডিওলজি এবং ইমেজিং-এ ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে ৫-৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ১.৫ Tesla MRI ও Multi-Slice CT Scan Machine-এ কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
০৬রেডিওগ্রাফার (এক্স-রে) (পুরুষ/মহিলা)রেডিওলজি ও ইমেজিং-এ ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে ৫-৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
০৭মেডিকেল টেকনোলজিস্ট ( বায়ো, মাইক্রো, ক্লিনিঃ), (পুরুষ)ল্যাবরেটরী মেডিসিনে ডিপ্লোমা/বি.এস.সি. ডিগ্রীসহ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
০৮মেডিকেল টেকনোলজিস্ট (প্যাথলজি কালেকশন) (পুরুষ/মহিলা)কার্ডিওলজি ও আলট্রাসনোগ্রাফী সংক্রান্ত সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
০৯কম্পিউটার অপারেটর (পুরুষ/মহিলা)স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী এবং কম্পিউটারাইজড রিপোর্টিং কাজে পারদর্শীতাসহ কোন প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক সেন্টারে ২-৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
১০ফার্মাসিস্ট/সেলসম্যান (পুরুষ) (মেডিসিন কর্নার)ডিপ্লোমা ফার্মাসিস্ট এবং সেলসম্যান হিসেবে অভিজ্ঞতা। ডিপ্লোমা/বিএসসি সম্পন্ন গ্রাজুয়েটরা অগ্রাধিকার পাবে।
১১ইসিজি/ ইটিটি/ ইইজি টেকনিশিয়ান (মহিলা)মেডিকেল প্র্যাকটিশনার ট্রেনিং স্কুল (ম্যাটস্) থেকে সনদ প্রাপ্ত ও সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা।
১২কালেকশন সার্ভিস রিপ্রেজেন্টেটিভ কল সেন্টার (পুরুষ/মহিলা)ন্যূনতম স্নাতক ডিগ্রী পাস। সংশ্লিষ্ট কাজে ১-২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
১৩নিরাপত্তা পরিদর্শক ও নিরাপত্তা প্রহরী (পুরুষ)ন্যূনতম এসএসসি পাস। সংশ্লিষ্ট কাজে ১-২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সেনাবাহিনী, বিজিবি ও আনসার থেকে অবসর প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
১৪ইলেকট্রিশিয়ান/ আই.টি টেকনেশিয়ান এ. সি. টেকনেশিয়ান/ প্লাম্বার (পুরুষ)ন্যূনতম এসএসসি পাস। সংশ্লিষ্ট কাজে ১-২ বছরের বা তিন বছরের অভিজ্ঞতা।
১৫সহকারী আল্ট্রসনোগ্রা/ ল্যাবরেটরি/ এক্স -রে / রিপো (পুরুষ/মহিলা)ন্যূনতম এসএসসি/এইচএসসি পাস। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
১৬এ্যাম্বুলেন্স ড্রাইভার (পুরুষ)বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী ও ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। সংশ্লিষ্ট কাজে ৫-৭ বছরের বাস্তব অভিজ্ঞতা।
১৭লিফট অপারেটর/এমএলএসএস (পুরুষ)ন্যূনতম এসএসসি পাস। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।


বিশেষ দ্রষ্টব্য:বিশেষ বিভাগে বিজ্ঞাপিত পদের ক্ষেত্রে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং কোন প্রকার ব্যক্তিগত যোগাযোগ বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

আবেদনের শেষ তারিখ: ১৪ আগস্ট ২০২৫ ইং

আবেদনের ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ বাড়ি নং-১৬, রোড নং-০২, ধানমন্ডি, ঢাকা-১২০৫।