কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ভোকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠানসমূহের রাজস্বখাতভুক্ত ১৩-২০তম গ্রেডের শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

মৌখিক পরীক্ষা কারিগরি শিক্ষা অধিদপ্তর, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও পদের নাম:

  • অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী:
    • তারিখ: ২৭ জুলাই ২০২৫
    • সময়: সকাল ৯:৩০ টা
    • মোট প্রার্থী: ১২৯ জন
  • অফিস সহায়ক/গার্ডেনার:
    • তারিখ: ২৭ জুলাই ২০২৫
    • সময়: বিকাল ২:০০ টা
    • মোট প্রার্থী: ৩৭ জন
  • এলডিএ কাম ক্যাশিয়ার:
    • তারিখ: ২৭ জুলাই ২০২৫, সময়: বিকাল ২:০০ টা (মোট প্রার্থী: ৮০ জন)
    • তারিখ: ২৮ জুলাই ২০২৫, সময়: সকাল ৯:৩০ টা (মোট প্রার্থী: ১২০ জন)
    • তারিখ: ২৮ জুলাই ২০২৫, সময়: বিকাল ২:০০ টা (মোট প্রার্থী: ৮৬ জন)
  • সাঁটলিপিকার:
    • তারিখ: ২৮ জুলাই ২০২৫, সময়: সকাল ৯:৩০ টা (মোট প্রার্থী: ৬ জন)
    • তারিখ: ২৮ জুলাই ২০২৫, সময়: বিকাল ২:০০ টা (মোট প্রার্থী: ৮ জন)
  • এলডিএ কাম টাইপিস্ট:
    • তারিখ: ২৮ জুলাই ২০২৫
    • সময়: বিকাল ২:০০ টা
    • মোট প্রার্থী: ৭ জন
  • সহকারী কাম টাইপিস্ট:
    • তারিখ: ২৮ জুলাই ২০২৫
    • সময়: বিকাল ২:০০ টা
    • মোট প্রার্থী: ৬ জন
  • ড্রাইভার কাম মেকানিক:
    • তারিখ: ২৮ জুলাই ২০২৫
    • সময়: বিকাল ২:০০ টা
    • মোট প্রার্থী: ৬ জন
  • অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর:
    • তারিখ: ২৯ জুলাই ২০২৫, সময়: সকাল ৯:৩০ টা (মোট প্রার্থী: ১২০ জন)
    • তারিখ: ২৯ জুলাই ২০২৫, সময়: বিকাল ২:০০ টা (মোট প্রার্থী: ১০০ জন)
  • লাইব্রেরিয়ান:
    • তারিখ: ২৯ জুলাই ২০২৫, সময়: সকাল ৯:৩০ টা (মোট প্রার্থী: ২০ জন)
    • তারিখ: ৩০ জুলাই ২০২৫, সময়: সকাল ৯:৩০ টা (মোট প্রার্থী: ৫৩ জন)
  • ইউডিএ কাম টাইপিস্ট:
    • তারিখ: ৩০ জুলাই ২০২৫, সময়: বিকাল ২:০০ টা (মোট প্রার্থী: ৬৭ জন)
    • তারিখ: ৩০ জুলাই ২০২৫, সময়: বিকাল ২:০০ টা (মোট প্রার্থী: ৮৪ জন)
  • ইউডিএ (পদনাম অসম্পূর্ণ):
    • তারিখ: ৩০ জুলাই ২০২৫
    • সময়: বিকাল ২:০০ টা
    • মোট প্রার্থী: ৩৫ জন
  • ইলেকট্রিশিয়ান:
    • তারিখ: ৩১ জুলাই ২০২৫
    • সময়: সকাল ৯:৩০ টা
    • মোট প্রার্থী: ৩৮ জন
  • অফিস সহকারী:
    • তারিখ: ৩১ জুলাই ২০২৫
    • সময়: সকাল ৯:৩০ টা
    • মোট প্রার্থী: ৩৩ জন
  • অফিস সহকারী কাম স্টোর কিপার:
    • তারিখ: ৩১ জুলাই ২০২৫, সময়: বিকাল ২:০০ টা (মোট প্রার্থী: ৪৯ জন)
    • তারিখ: ৩১ জুলাই ২০২৫, সময়: বিকাল ২:০০ টা (মোট প্রার্থী: ১১০ জন)
  • স্টোর কিপার:
    • তারিখ: ০২ আগস্ট ২০২৫, সময়: সকাল ৯:৩০ টা (মোট প্রার্থী: ১২০ জন)
    • তারিখ: ০২ আগস্ট ২০২৫, সময়: সকাল ৯:৩০ টা (মোট প্রার্থী: ১২০ জন)
    • তারিখ: ০২ আগস্ট ২০২৫, সময়: সকাল ৯:৩০ টা (মোট প্রার্থী: ১২৫ জন)

মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র:

  • সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ) এবং প্রতিটি সনদের ০১টি করে সত্যায়িত ফটোকপি।
  • প্রবেশপত্রসহ পূরণকৃত রঙিন আবেদনপত্রের কপি (Applicant’s Copy) এবং ০২ (দুই) কপি রঙিন ছবি।
  • প্রার্থী যে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনের স্থায়ী বাসিন্দা, সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ।
  • জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।
  • মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ।
  • কোনো প্রার্থী বিদেশ হতে তাঁর অর্জিত কোনো ডিগ্রীকে উল্লিখিত পদ/পদসমূহের পাশে বর্ণিত কোনো শিক্ষাগত যোগ্যতার সমমানের বলে দাবি করলে তাকে সে মর্মে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদ।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ