স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহের সিনিয়র স্টাফ নার্স (গ্রেড-১০) পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ২০.০৪.২০২৫ তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

উত্তীর্ণ প্রার্থীদের (প্রযোজ্য ক্ষেত্রে) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) এর সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য নির্ধারিত কোটার সনদ/প্রত্যয়ন আগামী ২০.০৭.২০২৫ থেকে ২৪.০৭.২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে। সনদপত্র জমা দেওয়ার ঠিকানা হলো পরিচালক (ইউনিট-০৬), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্যাবলি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ