বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) কর্তৃক রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের “উপসহকারী প্রকৌশলী” (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষার তারিখ, সময়সূচি, কেন্দ্র এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলি প্রকাশ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
- পরীক্ষার তারিখ: ২৬ জুলাই ২০২৫ (শনিবার)
- সময়: বেলা ২:৩০ মিনিট হতে বিকাল ৫:৩০ মিনিট
- পরীক্ষার কেন্দ্র: মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মিরপুর ১২, ঢাকা ১২১৬
- মোট পরীক্ষার্থী: ৩,৫১৩ জন
- পদের ধরণ: উপসহকারী প্রকৌশলী (বিভিন্ন ক্যাটাগরি যেমন: ওয়ার্কস, মেকানিক্যাল, বিদ্যুৎ, এস্টিমেটর, ওয়ে, ব্রীজ, সিভিল ড্রয়িং, স্টোর, মেরিন, সিগনাল/টেলিকমিউনিকেশন, এস্টেট ইত্যাদি)।
পরীক্ষা সংক্রান্ত নির্দেশাবলি:
- পরীক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্র সাথে নিয়ে আসতে হবে। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট (bpsc.gov.bd) অথবা বাংলাদেশ টেলিটক লিমিটেডের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) থেকে ডাউনলোড করে নেওয়া যাবে।
- নির্দিষ্ট কেন্দ্রের নির্ধারিত কক্ষ ও আসন ব্যতীত অন্য কোথাও পরীক্ষা গ্রহণ করা হবে না।
- পরীক্ষা শুরুর কমপক্ষে ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং ১ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে কক্ষ ত্যাগ করা যাবে না।
- উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে এবং কোনো প্রকার কাটাকাটি বা ফ্লুইড ব্যবহার করা যাবে না।
- মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর (সাধারণ ক্যালকুলেটর ব্যতীত), এবং অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস পরীক্ষা কেন্দ্রে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। কান খোলা রাখতে হবে।
- প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়ে ন্যূনতম ৩০% নম্বরসহ সামগ্রিকভাবে সকল বিষয়ে গড়ে ৪৫% নম্বর পেলে প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বলে বিবেচিত হবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ