১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধনের সনদ দেওয়ার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। আইসিটি বিষয়ে ফেল করা এক প্রার্থীর রিটের পরিপ্রেক্ষিতে এমন নির্দেশনা দেন আদালত।
আপনার লক্ষ্য যদি ১৯ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয় , তাহলে MCQ পরীক্ষার জন্য (জব'স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্পেশাল শর্ট সাজেশন ও মডেল টেস্ট ) পড়ুন। বইটির ৩য় সংস্করণ জেলা শহরের লাইব্রেরিতে পাবেন।
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কমন ছিলঃ
স্কুল পর্যায়- ৫৮টি
স্কুল পর্যায় ২ -৫৫টি
কলেজ পর্যায়-৫২টি
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কমন ছিলঃ
স্কুল পর্যায়- ৫৭টি
স্কুল পর্যায় ২ -৫৬টি
কলেজ পর্যায়-৫০টি
বইটিতে কি কি থাকছে?
১। বিগত ৬ষ্ঠ -১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান ও বিশ্লেষণ
২।অধ্যায় ও বিষয়ভিত্তিক শর্ট সাজেশন
৩।বিষয়ভিত্তিক মডেল টেস্ট
৪। স্পেশাল পূর্ণাঙ্গ মডেল টেস্ট
৫। সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান
ফেল করা প্রার্থী মো. মিলন বলেন, ‘আদালত ভুক্তভোগীদের কথা শুনে এবং সকল তথ্য-প্রমাণের ভিত্তিতে এমন রায় দিয়েছেন। আমরা আদালতের রায়ের দ্রুত বাস্তবায়ন চাই।’
এদিকে, আদালতের রায়ের কপি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তারাও। তারা জানান, নিয়ম অনুযায়ী আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করবে এনটিআরসিএ।
এনটিআরসিএর সহকারী পরিচালক (প্রশাসন, আইন ও সমন্বয়) লুৎফর রহমান বলেন, আদালতের নির্দেশনার কপি আজ আমাদের কাছে এসেছে। এ বিষয়ে চেয়ারম্যান স্যার পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
এদিকে, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে ফেল করা প্রার্থীরা সনদের দাবিতে বৃহস্পতিবার (৩ জুলাই) এনটিআরসিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।
ভুক্তভোগীরা জানান, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চরম বৈষম্যমূলক ফল অবিলম্বে সংশোধন করে আমাদের পাস করানো হোক। তা না হলে হাজার হাজার মেধাবী ও পরিশ্রমী তরুণ শিক্ষকের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে এবং এনটিআরসির ওপর দেশের শিক্ষার্থীরা আস্থা হারাবে।