বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) ২০তম গ্রেডভুক্ত আর্দালী, পরিচ্ছন্নতা কর্মী এবং লেবার পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত মৌখিক, ব্যবহারিক ও স্বাস্থ্য পরীক্ষার সমন্বিত ফলাফল প্রকাশ করেছে।
মোট ১৫টি শূন্য পদের জন্য এই ফলাফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে আর্দালী পদে ১টি, পরিচ্ছন্নতা কর্মী পদে ৪টি এবং লেবার পদে ১০টি পদ রয়েছে।
গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে দৈনিক ইত্তেফাক ও দি ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে মৌখিক, ব্যবহারিক ও স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন প্রাপ্তি এবং সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক নিরাপত্তা ছাড়পত্র প্রদান সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ