বোয়েসেল (প্রবাসী কল্যাণ ভবন) কর্তৃক ১১তম পয়েন্ট রিক্রুটমেন্ট সিস্টেম (ভাষা পারদর্শী) পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের জব এপ্লিকেশন ফরম জমাকরণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা নিম্নলিখিত সময়সূচী অনুযায়ী ব্যক্তিগতভাবে জব অ্যাপ্লিকেশন ফরম পূরণ করে জমা দিতে পারবেন।
ফরম জমাদানের তারিখ ও সময়:
জমাদানের স্থান:
বোয়েসেল অফিস, প্রবাসী কল্যাণ ভবন-এর ৭ম তলা ৭০১ নম্বর কক্ষ, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র:
সফটকপি ইমেইল করার নির্দেশনা:
উত্তীর্ণ প্রার্থীদের জব এপ্লিকেশন ফরমের সফটকপি (MS Word, সর্বোচ্চ 100kb), পাসপোর্টের স্ক্যান কপি (সর্বোচ্চ 80kb), পাসপোর্ট সাইজের ছবি (সর্বোচ্চ 50kb), মেডিকেল ফিট সনদের কপি (সর্বোচ্চ 100kb), এসএসসি/সমমান সনদের কপি (সর্বোচ্চ 100kb) পৃথক ফাইল হিসেবে 80616581811-0010@... ইমেইল ঠিকানায় প্রেরণ করতে হবে। ইমেইল প্রেরণের সময় অবশ্যই EPS TOPIK ID নম্বর উল্লেখ করতে হবে।
পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত তথ্য:
এই মুহূর্তে জব অ্যাপ্লিকেশনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স সনদ জমা দিতে হবে না। তবে ভিসা ফরম ও অন্যান্য প্রমাণাদির সাথে ৩ মাসের মধ্যে ইস্যুকৃত পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে। শ্রম চুক্তি ইস্যু হওয়ার সাথে সাথে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহ করে বোয়েসেলের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ