১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীদের ফল পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে একদিনের মৌখিক পরীক্ষায় (ভাইভা) কারিগরি ত্রুটির অভিযোগ ওঠায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদি ত্রুটি প্রমাণিত হয়, তবে তা সংশোধন করে ফল পুনরায় প্রকাশ করা হতে পারে।
সোমবার (৩০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, ১৮তম নিবন্ধনের একদিনের একটি বোর্ডের ভাইভায় কারিগরি ত্রুটি ছিল বলে প্রাথমিকভাবে সামনে এসেছে। ন্যাশনাল টীচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথোরিটি (NTRCA) বিষয়টি খতিয়ে দেখছে এবং ত্রুটি সমাধানে কাজ করছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অনুত্তীর্ণ সব প্রার্থীর অভিযোগ সঠিক নয়। তবে একদিনের ভাইভায় কিছু ত্রুটি হয়েছে বলে তারা জানতে পেরেছেন। যদি সত্যিই ত্রুটি হয়ে থাকে, তবে সংশ্লিষ্ট প্রার্থীদের ফল পুনর্মূল্যায়ন করা হবে এবং কেউ বঞ্চিত হবেন না।
তবে তিনি এও স্পষ্ট করে দেন যে, সামগ্রিক ফলাফলে পরিবর্তনের কোনো সুযোগ নেই। কারণ, যারা অনুত্তীর্ণ হয়েছেন, তাদের সবাই যোগ্য নন এবং অনেকেরই ন্যূনতম বেসিক জ্ঞান ছিল না। সবাইকে পাস করানো বা সনদ দেওয়ার সুযোগ নেই। শুধুমাত্র ফলাফলে কোনো অসঙ্গতি হয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে এবং অসঙ্গতি পেলে তা সমাধান করা হবে।
উল্লেখ্য, গত ৪ জুন ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। এতে ৬০ হাজার ৫২১ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছিল, যেখানে ২০ হাজারেরও বেশি প্রার্থী মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণ হন। এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুত্তীর্ণ প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করে আসছিলেন।