রাজস্ব খাতে হিসাব সহকারী পদে ১৮০ জনকে নিয়োগ দেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ৬ এপ্রিল যুগান্তরের পৃষ্ঠা ৬-এ নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদন করতে হবে ২৫ এপ্রিলের মধ্যে। আরো জানাচ্ছেন ফরহাদ হোসেন

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি পাবেনঃ http://bit.ly/2UXmAxZ

পরীক্ষার ধরন

অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রার্থী বাছাই ও চূড়ান্ত নিয়োগে লিখিত, ব্যাবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৃতীয় শ্রেণির নিয়োগবিধি অনুসারে হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে ৭০-৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতির লিখিত এবং ২০-৩০ নম্বরের ব্যাবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হতে পারে। তবে জানা যায়, আবেদন জমা নেওয়ার পর নিয়োগ কমিটি কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হবে—কোন পদ্ধতিতে কত নম্বরের পরীক্ষা হবে। এ ছাড়া নিয়োগ পরীক্ষা নিজেরা নেবে নাকি কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে নেওয়া হবে সেটাও নিয়োগ কমিটি সিদ্ধান্ত নেবে। দুই পদের জন্য লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করা হয়ে থাকে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সব সনদের মূল কপি দেখাতে হবে। নিয়োগের ক্ষেত্রে সব কোটা অনুসরণ করে নিয়োগ করা হবে।

পরীক্ষার যাবতীয় তথ্যাদি মোবাইলে এসএমএস ও অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।


পরীক্ষার প্রস্তুতি

নীলফামারী জেলায় এলজিইডিতে কর্মরত হিসাব সহকারী মো. মামুনুর রশিদ জানান, নিয়োগ পরীক্ষার প্রশ্ন করা হয় মাধ্যমিক স্তরের, বিশেষ করে অষ্টম-দশম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত পাঠ্য বই থেকে। নবম-দশম শ্রেণির হিসাববিজ্ঞান বইয়ের গুরুত্বপূূর্ণ অধ্যায় থেকেও প্রশ্ন আসে।

বাণিজ্য বিভাগের বইও দেখতে হবে। এ ছাড়া সাম্প্রতিক সময়ের ঘটনাবলির ওপর বেশ কিছু প্রশ্ন থাকে। সাধারণ জ্ঞানে ভালো করতে চাইলে সাম্প্রতিক সময়ের দৈনন্দিন বিজ্ঞান, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলিসহ সাধারণ জ্ঞানের বিভিন্ন বই পড়তে হবে।

বাজারে এলজিইডিতে তৃতীয় শ্রেণির জনবল নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক বই পাওয়া যায়। এগুলোতে বিগত বছরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র এবং সমাধানও দেওয়া থাকে। এ বইগুলো প্রস্তুতির জন্য সহায়ক হবে।