বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখের বেশি শিক্ষক নিয়োগের জন্য ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি আসছে আগামী সোমবার (১৬ জুন)। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানিয়েছে, এদিন বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও আবেদন গ্রহণ শুরু হবে ২২ জুন থেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএর এক কর্মকর্তা জানিয়েছেন, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে। টেকনিক্যাল কোনো জটিলতা না থাকলে সোমবারই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তবে ১৮তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও ৩৫ বছর বয়স পেরুনো নিবন্ধনধারীরা এ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। এমনকি যাদের সনদের মেয়াদ তিন বছরের বেশি, তারাও আবেদন করার সুযোগ পাবেন না।

এ প্রসঙ্গে এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় ৩৫ বছরের ঊর্ধ্বদের বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। আমাদের পক্ষে এমপিও নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই।’

আপনার লক্ষ্য যদি ১৯ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয় , তাহলে MCQ পরীক্ষার জন্য (জব'স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্পেশাল শর্ট সাজেশন ও মডেল টেস্ট ) পড়ুন।  বইটির ৩য় সংস্করণ জেলা শহরের লাইব্রেরিতে পাবেন।

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কমন ছিলঃ  

স্কুল পর্যায়- ৫৮টি  

স্কুল পর্যায় ২ -৫৫টি  

কলেজ পর্যায়-৫২টি

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কমন ছিলঃ

স্কুল পর্যায়- ৫৭টি  

স্কুল পর্যায় ২ -৫৬টি  

কলেজ পর্যায়-৫০টি

বইটিতে কি কি থাকছে?

১। বিগত ৬ষ্ঠ -১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার  প্রশ্ন সমাধান ও  বিশ্লেষণ

২।অধ্যায় ও বিষয়ভিত্তিক শর্ট সাজেশন   

৩।বিষয়ভিত্তিক মডেল টেস্ট

৪। স্পেশাল পূর্ণাঙ্গ মডেল টেস্ট  

৫। সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান 

অধ্যায় ও বিষয়ভিত্তিক শর্ট সাজেশনঃ

বাংলাঃ  মোট ৩৮ পৃষ্ঠা

ইংরেজিঃ মোট ৫৮ পৃষ্ঠা 

গণিতঃ মোট ৬৯ পৃষ্ঠা  

সাধারণ জ্ঞান , কম্পিউটার ভূগোল ও বিজ্ঞানঃ  মোট ৪৯ পৃষ্ঠা

 বিষয় ভিত্তিক মডেল টেস্ট- ২০ টি  

 পূর্ণাঙ্গ মডেল টেস্ট- ২০ টি

বইটির মূল্যঃ  ২৫০ টাকা