শিক্ষক নিবন্ধন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসছে। শিক্ষা মন্ত্রণালয় এসব পরিবর্তন নিয়ে কাজ করছে এবং জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই নতুন নিয়মের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে:
বয়স গণনার বিষয়ে জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর একটি পরিপত্র জারি করা হবে। এরপরই শিক্ষক নিবন্ধনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ধারণা করা হচ্ছে, জুলাই মাসের মধ্যেই এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।
এ বিষয়ে এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক জানিয়েছেন যে, শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সুনির্দিষ্ট তারিখ বলা সম্ভব নয়। তবে মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পেলেই দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
আপনার লক্ষ্য যদি ১৯ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয় , তাহলে MCQ পরীক্ষার জন্য (জব'স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্পেশাল শর্ট সাজেশন ও মডেল টেস্ট ) পড়ুন। বইটির ৩য় সংস্করণ জেলা শহরের লাইব্রেরিতে পাবেন।
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কমন ছিলঃ
স্কুল পর্যায়- ৫৮টি
স্কুল পর্যায় ২ -৫৫টি
কলেজ পর্যায়-৫২টি
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কমন ছিলঃ
স্কুল পর্যায়- ৫৭টি
স্কুল পর্যায় ২ -৫৬টি
কলেজ পর্যায়-৫০টি
বইটিতে কি কি থাকছে?
১। বিগত ৬ষ্ঠ -১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান ও বিশ্লেষণ
২।অধ্যায় ও বিষয়ভিত্তিক শর্ট সাজেশন
৩।বিষয়ভিত্তিক মডেল টেস্ট
৪। স্পেশাল পূর্ণাঙ্গ মডেল টেস্ট
৫। সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান
অধ্যায় ও বিষয়ভিত্তিক শর্ট সাজেশনঃ
বাংলাঃ মোট ৩৮ পৃষ্ঠা
ইংরেজিঃ মোট ৫৮ পৃষ্ঠা
গণিতঃ মোট ৬৯ পৃষ্ঠা
সাধারণ জ্ঞান , কম্পিউটার ভূগোল ও বিজ্ঞানঃ মোট ৪৯ পৃষ্ঠা
বিষয় ভিত্তিক মডেল টেস্ট- ২০ টি
পূর্ণাঙ্গ মডেল টেস্ট- ২০ টি
বইটির মূল্যঃ ২৫০ টাকা