পদের নামঃ সহকারী পরিচালক
বাংলা অংশের সমাধানঃ
১. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে- প্রমথ চৌধুরী
২. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি- চর্যাপদ
৩. ক্রিয়ার কাল পুরুষ কোন তত্ত্বের আলোচ্য বিষয়- রুপ তত্ত্ব
৪. “Prothesis” এর বাংলা প্রতিশব্দ কোনটি- আদি স্বরাগম
৫. মার্তণ্ড শব্দটির সমার্থক শব্দ কোনটি-সূর্য
৬. কোনটি স্বরাগমের উদাহরণ-পিরীতি
৭. বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণের সংখ্যা- ৩টি
৮. নিপাতনে সিদ্ধ‘ষ’ এর ব্যবহার হয়েছে কোনটিতে- ভূষণ
৯. সঞ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি- সম্+চয়
১০. চাহিদা শব্দটি কোন ভাষা থেকে নেওয়া- পাঞ্জাবি
১১. মহাকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে- আরবি
১২.কোনটি নাম ধাতু- ঘুমা
১৩. নিচের কোনটি ইমন প্রত্যয়যোগে গঠিত- নীলিমা
১৪. কোনটি দ্বিগু সমাসের উদাহরণ- শতাব্দী
১৫. ঝিরঝির করে বাতাস বইছে। এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে- ধ্বনিব্যঞ্জনা
১৬. নিচের কোনটি পারিভাষিক শব্দ- স্নাতকোত্তর
১৭. কোন বাগধারাটির অর্থ ‘নিতান্তই অলস’-গোঁফ খেজুরে
১৮. “হস্তি” সাথে কোন বহুবচন প্রত্যয় যুক্ত হবে- যূথ
১৯. গৃহিণী চিরদিন থাকে পরাধীন।-নিম্ন রেখো শব্দটি কোন কারকে কোন বিভক্তি- কর্তৃকারকে শূন্য বিভক্তি
২০. ডেকে দেয় পাষাণ্ড! বাক্যটিতে ক্রিয়ার ভাবটি- অনুজ্ঞাসূচক
#Android App: Jobs Exam Alert
সম্পূর্ণ সমাধান এর কাজ চলতেছে, সম্পূর্ণ সমাধান পেতে আমাদের সাথেই থাকুন
#Android App: Jobs Exam Alert
প্রশ্নের সমাধান ফেসবুক গ্রুপে বা পেইজে পোস্ট করার সময় নিচের অংশে # ট্যাগ #Android App: Jobs Exam Alert দিলে খুশি হব।
যে কোন প্রশ্নের সমাধান পেতে পরীক্ষার প্রশ্ন আমাদের পাঠিয়ে দেনঃ
ইমেইল করুনঃ Admin@studyonlinebd.com
imo- 01710286369
whatsapp-01710286369
যে কোন মাধ্যমে আপনি আমাদের প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন।
পরীক্ষার প্রশ্ন নিচেঃ