আজ সোমবার বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। তবে অনলাইন আবেদন স্থগিতের বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
আগামীকাল ১০ ডিসেম্বর সকাল ১০টায থেকে আবেদন শুরুর কথা ছিল এবং ৩১ ডিসেম্বর রাত ১২টা ছিল আবেদনের শেষ সময়।
৪৭তম বিসিএসে চাকরিপ্রত্যাশীরা ক্যাডার সার্ভিসে মোট ৩ হাজার ৪৮৭ শূন্য পদের জন্য পরীক্ষায় অংশ নেবেন।
আজ পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন ১০ ডিসেম্বর সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে স্থগিত করা হলো।
অনলাইনে আবেদন শুরু ও শেষ হওয়ার সময়-তারিখ পিএসসির অনুমোদনক্রমে শিগগির জানিয়ে দেওয়া হবে।
নতুন সময় ও তারিখ পিএসসির ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd এ পাওয়া যাবে।