আগামীকাল থেকে মন্ত্রণালয়ের ৮০ দিনে নতুন Daily Exam শুরু হচ্ছে। আগামীকাল পরীক্ষার অধ্যায়ের নাম প্রাচীন যুগ ও মধ্যযুগ। 

পরীক্ষার রুটিনঃ Click HERE  

বিশ্লেষণঃ
২০২১ সালে এই অধ্যায় থেকে প্রশ্ন কমন ছিল ৬৬ টি
২০২২ সালে এই অধ্যায় থেকে প্রশ্ন কমন ছিল ৫৬টি

২০২৩ সালে এই অধ্যায় থেকে প্রশ্ন কমন ছিল ২৮ টি (জব'স পাসওয়ার্ড (all in one) বই থেকে কমন ছিল ২৪টি) 

২০২৪ সালে এই অধ্যায় থেকে এখন পর্যন্ত প্রশ্ন কমন এসেছে ১৯ টি (জব'স পাসওয়ার্ড (all in one) বই থেকে কমন ছিল ১৬টি)  


শর্ট সাজেশনঃ
১। অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ চর্যাপদ ।
২। কালিদাস, মদনমোহন তর্কালংকার এর  কবিতা, লালন শাহ এর গান, খনার বচন, চন্ডীদাসের উক্তি।
৩। জ্ঞানদাসএর উক্তি, রামায়ণের রচনা, চন্দ্রাবতী কে? বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
৪। ‘শ্রী কৃষ্ণকীর্তন’ কাব্যের রচয়িতাঈশ্বরী পাটনীর, মহাকবি আলাওল।

এই অধ্যায় থেকে ৮০% চর্যাপদ থেকে প্রশ্ন কমন পাবেন, বাকি ২০%  পাবেন উপরের কবিদের জনপ্রিয় রচনা ও উক্তি থেকে।  

পরামর্শঃ মন্ত্রণালয়ের চাকরির পরীক্ষার জন্য বিস্তারিত বা গভীরভাবে পড়ার প্রয়োজন নাই যেকোন চাকরির বইয়ের শেষের বিগত সালের প্রশ্ন পড়লেই ৯০% কমন পাওয়া সম্ভব।
যেমনঃ

❏‘রামায়ণকে রচনা করেন?[2017 - বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) - 19.06.2017, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার প্রশাসন/এইচআর) - 22.09.2017] [হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়-অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় পদের নাম: অডিটর-৭-০১-২০২২]

❏বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা-১৯.০৬.২০১৫,নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর | সিনিয়র স্টাফ নার্স | ০৯.০২.২০১৮] [ঔষধ প্রশাসন অধিদপ্তর পদের নাম: ঔষধ তত্ত্বাবধায়ক-২৩-০২-২০২২]

❏বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? [২৮তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট, জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা-১৯.০৬.২০১৫, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা সমাজসেবা অফিসার-২৯.০৮.২০০৮, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর | সিনিয়র স্টাফ নার্স-০৯.০২.২০১৮]

❏‘মহুয়াপালার কবি কে? [২৬তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার-১৩.০৪.২০১২, সাধারণ পুলের আওতায় বিভিন্ন মন্ত্রনালয়ের সহকারী প্রোগ্রামার, উপসহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা-১৫.০৬.২০১৬, সাব-রেজিস্টার পদে নির্বাচনী পরীক্ষা-২৬.০৯.২০০৩, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন সহকারী শ্রম অফিসার-২৪.০১.২০০৩]

❏‘মেঘদূতকাব্যটি কার লেখা? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৬]

❏কবিকঙ্কন কোন কবির উপাধি? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক-১৯.০৩.২০১০, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক-০৬.০৫.২০১১] [সমন্বিত ৯ব্যাংক (সেট B) -০৭-০১-২০২২]

এরকম ২০২,২০২২ , ২০২৩ এবং ২০২৪ সালের মন্ত্রণালয় ও অধিদপ্তরের পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে তার ৯৯% বিগত সালের প্রশ্ন এবং অধিকবার এসেছে। আপনি সম্পূর্ণ অধ্যায় ভালভাবে পড়েন, এর পরে আপনি অধ্যায়ের শেষের প্রশ্নগুলো বেশি দেখবেন যাতে আপনি চাকরির পরীক্ষায় সহজ ভেবে ভুল না করেন। 

এই অধ্যায়ের পড়ার শেষে অধ্যায়ের Quiz Test  দিবেন তাহলে আপনার পড়া কেমন হচ্ছে যাচাই করতে পারবেন। 

২০২৩ ও ২০২৪ সালের বিগত পরীক্ষার ব্যাখ্যা সহ সমাধানঃ

 পিডিএফ ডাউনলোড লিংকঃ Click here