১৮তম নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত যত প্রশ্নঃ
১। এইচএসসি পাশে আবেদন করা যাবে?
উত্তরঃ হ্যাঁ। স্কুল পর্যায়-২ এ আবেদন করা যাবে।
২। নিবন্ধনের MCQ পরীক্ষায় পাশ মার্ক কত?
উত্তরঃ ৪০ নম্বর (লিখিত মার্কের সাথে MCQ এর নাম্বার যুক্ত হবে না)
৩। এক সাথে কয়টা আবেদন করা যাবে?
উত্তরঃ ২টা ( স্কুল/স্কুল-২ এবং কলেজ পর্যায়)। স্কুল এবং স্কুল পর্যায়-২ এক সাথে পরীক্ষা হবে, তাই যে কোন একটাতে আবেদন করুন।
৪। নিয়োগ হবে কিভাবে?
উত্তরঃ লিখিত পরীক্ষায় আপনি যে মার্ক পাবেন সেই মার্ক অনুযায়ী একটা সিরিয়াল তৈরি হবে। পরে যখন গণবিজ্ঞপ্তি দিবে তখন আপনাকে আবেদনের সময় স্কুল কলেজ নির্বাচন করতে হবে।
৫। ১৮তম শিক্ষক নিবন্ধনের MCQ পরীক্ষার জন্য কোন বই পড়বো?
উত্তরঃ যেহেতু MCQ পরীক্ষায় ৪০ মার্ক পেতে হবে এবং এই মার্ক যুক্ত ও হবে না লিখিত পরীক্ষায়। তাই আপনি শুধু পাশ মার্কের জন্য ছোট একটা বই পড়তে পারেন 'জব'স পাসওয়ার্ড এর “শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট” বইটি । বাঁকি সময় লিখিত পরীক্ষায় দেন ,লিখিত পরীক্ষার মার্ক আপনাকে চাকরি পেতে সাহায্য করবে।
বইটিতে যা যা আছেঃ
অধ্যায় ভিত্তিকঃ ২০৬ পৃষ্ঠার শর্ট সাজেশন এবং মডেল টেস্টঃ ৯৪ পৃষ্ঠার।
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যা যা কমন ছিলঃ
স্কুল পর্যায়- ৫৭টি
স্কুল পর্যায় ২ -৫৬টি
কলেজ পর্যায়-৫০টি
৬। লিখিত পরীক্ষার প্রশ্ন কোথায় থেকে হয়?
উত্তরঃ স্কুল এবং কলেজ পর্যায়ের জন্য আপনার একাডেমিক বিষয়ের উপরে লিখিত পরীক্ষ হবে। স্কুল পর্যায়-২ এর জন্য বাংলা এবং ইংরেজি ।
৭। কমার্সের লিখিত পরীক্ষা কি ইংরেজি মাধ্যমে প্রশ্ন হয়?
উত্তরঃ না। বাংলায় প্রশ্ন হয়।
৮। কত বছর বয়স পর্যান্ত শিক্ষক নিবন্ধনে আবেদন করা যাবে?
উত্তরঃ ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত।
৯। নিবন্ধনের পরীক্ষায় ভুল উত্তরের জন্য কত মার্ক কাটা হবে?
উত্তরঃ ১৭তম নিবন্ধন প্রিলি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ মার্ক কাটা হতো। তবে ১৮তম নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রিলিতে ০.২৫ মার্ক (পরীক্ষায় সময় প্রশ্নে উল্লেখ থাকবে ভুল উত্তরের কাট মার্ক কত) কাটা হবে।