পদের নামঃউচ্চমান সহকারী 

সমাধানঃ 

২।  সন্ধি বিচ্ছেদ-

 উত্থাপন- উৎ + স্থাপন

মনীষা- মনস্+ঈষা

ততোধিক- ততঃ + অধিক

ক্ষুৎপিপাসা- ক্ষুধ+পিপাসা

সুবন্ত- সুপ্‌ + অন্ত

#Android App: Jobs Exam Alert

৩। শুদ্ধ-  

স্বধর্মচ্যুত

সৌজন্য

গর্ভধারিণী

জ্যোৎস্না রাত

বিভীষিকা

#Android App: Jobs Exam Alert

৪। সমাস-

 স্মৃতিসৌধ- স্মৃতি রক্ষার্থে সৌধ- মধ্যপদলোপী কর্মধারয়

শশব্যস্ত - শশকের (খরগোশ) ন্যায় ব্যস্ত- উপমান কর্মধারয়

খেয়াঘাট- খেয়ার ঘাট- ষষ্ঠী তৎপুরুষ

উদ্বেল- বেলাকে অতিক্রান্ত -অব্যয়ীভাব সমাস

#Android App: Jobs Exam Alert

৫।  শব্দের অর্থ-

গৌ-বৈদ্য- হাতুড়ে ( রফিক  সাহেবের মেয়ে গৌ-বৈদ্য ডাক্তারের হাতে মরতে বসেছে)

চোখ টাটানো- ঈর্ষা করা (ভাল কাজ করলে সবাই চোখ টাটায়)

দড়ি কলসি-  আত্মহত্যার উপকরণ বিশেষ ( প্রয়োজনে দড়ি-কলসিও জোটে না বটে)

ফেঁপে ওঠা- ধনী  হওয়া ( দুর্নীতি করে আজাদ সাহেব ফেঁপে ওঠেছেন)

ধ্যাড়ানো- বোকা লোক ( সৎ মানুষকে সবাই এখন ধ্যাড়ানো ভাবে)

#Android App: Jobs Exam Alert

7. a) into b) of c) with d) after e) to

8.

a) If I had a friend to support me!!!

b) Everybody will except that I am right

C) No other metal is as useful as iron

d) I want a car which I can drive.

e) Instruction is wrong

#Android App: Jobs Exam Alert

১৫। সাধারণ জ্ঞানঃ

ক.  বাংলাদেশের জাতীয় পতাকার রং কি ও  পরিমাপ কি?-লাল ও সবুজ   , পরিমাপ-১০:৬

খ.  স্বাধীনতার খেতাব কত প্রকার ও কি কি?৪ প্রকার এবং বীরশ্রেষ্ঠ , বীর উত্তম ,বীর বিক্রম এবং বীর প্রতীক

গ.  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কে ও তার দাপ্তরিক পদবী কি

ঘ.  সার্ক এর পূর্ণরূপ কি? সার্ক কত সালে ও কি উদ্দেশ্যে গঠিত হয়? -দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা , ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক,অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে  গঠিত হয় ।

ঙ.  পূর্ণরূপঃ

চ.বীরঙ্গনা কোন ছন্দে রচিত?  চর্যাপদ কত সালে ও কোথায় আবিষ্কৃত হয়?- ১৯০৭ খ্রিস্টাব্দে  নেপাল রাজদরবারের অভিলিপিশালায় আবিষ্কার হয়।

ছ. কবে ও কোথায় লাহোর প্রস্তাব গৃহীত হয়?  উহার উপস্থাপক কে ছিলেন? ১৯৪০ সালের ২৩ মার্চ পাকিস্থানের লাহোরে মুসলিম লীগেরসম্মেলনে শেরে বাংলা এ কে ফজলুল হক কর্তৃক প্রস্তাবটিই উত্থাপিত হয় ।

জ. মনপুরা ৭০  কি?- একটি চিত্রশিল্প

ঝ. জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার কে? -গাজী মাযহারুল আনোয়ার

#Android App: Jobs Exam Alert


প্রশ্নের সমাধান ফেসবুক গ্রুপে বা পেইজে  পোস্ট করার সময় নিচের অংশে  # ট্যাগ  #Android App: Jobs Exam Alert  দিলে খুশি হব।    

সম্পূর্ণ সমাধানের কাজ চলছে আমাদের সাথে থাকেন। 

যে কোন প্রশ্নের সমাধান পেতে পরীক্ষার প্রশ্ন আমাদের পাঠিয়ে দেনঃ 

ইমেইল করুনঃ Admin@studyonlinebd.com

imo- 01710286369
whatsapp-01710286369

যে কোন মাধ্যমে আপনি আমাদের প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। 

বিঃদ্রঃ (দয়া করে কল দিবেন না , শুধু মাত্র এসএমএস দিতে পারবেন)


পরীক্ষার প্রশ্ন নিচেঃ