পরীক্ষার আগে রিভিশন দিতে জব'স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইটি পড়ুন। বইটি খুব দ্রুত প্রকাশ হবে।

দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট ৩৭ হাজার ৯২৬টি শিক্ষকের পদ শূন্য আছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এর মধ্যে প্রধান শিক্ষক পদে ২৯ হাজার ৮৫৮টি এবং সহকারী শিক্ষকের ৮ হাজার ৬৮টি পদ শূন্য রয়েছে।

 আজ মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি জানান, শূন্যপদগুলো পূরণ করার পরিকল্পনা সরকারের রয়েছে।

 স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

 জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষকের পদসংখ্যা ৪ লাখ ২৭ হাজার ৯৭১টি। এর মধ্যে কর্মরত রয়েছেন ৩ লাখ ৯০ হাজার ৪৫ জন।

সনদ জালিয়াতি বন্ধে সফটওয়্যার

সরকারি দলের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষা সনদ জালিয়াতি বন্ধে একটি অটোমেশন সফটওয়্যার প্রবর্তনের কাজ চলছে। সফটওয়্যারটি চালু হলে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সব তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে এবং অনলাইনে পৃথিবীর যেকোন স্থান থেকে সনদ যাচাই করা যাবে। এতে সনদ জালিয়াতি বন্ধ করা সম্ভব হবে। তিনি জানান, শিক্ষা সনদ জালিয়াতির বিষয়ে অভিযোগ পাওয়া গেলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ইতিমধ্যে জাল সনদদারী ৬৭৮ শিক্ষক–কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।  

সূত্রঃ প্রথমআলো-