আজকের পরীক্ষার অধ্যায়ের নাম  বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতি । 

বিশ্লেষণঃ
২০২১ সালে এই অধ্যায় থেকে প্রশ্ন কমন ছিল ০৩  টি
২০২২ সালে এই অধ্যায় থেকে প্রশ্ন কমন ছিল  ১৪টি 

রিভিশন টিপসঃ অধ্যায়ের  সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জনশুমারি ২০২২ , উপজাতিদের  অবস্থান কোথায় ও ধর্মীম উৎসব ।)

 আজকের পরীক্ষার লেকচার শিটঃ

জনসংখ্যা ও উপজাতি:

View Now 

PHRASES & IDIOMS-পর্ব ২:

View Now 

বিগত সালের প্রশ্ন বিশ্লেষণঃ

১। বাংলাদেশের কোন নৃ-গোষ্ঠীর উৎসব ‘সাংগ্রাই’? [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮ (৩য় পর্যায়-১)-’১৯] উ. মারমা

২। বাংলাদেশের কোন নৃ-গোষ্ঠীর উৎসব সোহরাই? [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮ (তৃতীয় পর্যায়-২)-’১৯] উ. সাঁওতাল

৩। বাংলাদেশের কোন নৃ-গোষ্ঠীর ভাষার নাম ‘আচিক খুসিক’? [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮ (তৃতীয় পর্যায়-৩)-’১৯] উ. গারো

৪। ‘খাসিয়া উপজাতি’ কোন জেলায় অধিক বাস করে? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক- ’১৩; প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক-২০০৬] উ. সিলেট

৫। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক- ’১৩; প্রাথমিক প্রধান শিক্ষক-১২; প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক-১০] উ. সিলেট

৬। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক- ’১৩] উ. সাঁওতাল

৭। উপজাতীয় সংস্কৃতিক কেন্দ্র ‘বিরিশিরি’ কোন জেলায় অবস্থিত? [প্রাথমিক প্রধান শিক্ষক-১২] উ. নেত্রকোনা