সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের "সহকারী প্রকৌশলী (ইকুইপমেন্ট)" পদে নিয়ােগের নিমিত্তে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচনী কমিটির সুপারিশক্রমে নিম্নোক্ত প্রার্থীগণ প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

প্রাথমিকভাবে নির্বাচিত ৪ জন প্রার্থী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েব সাইট (www.cpa.gov.bd) থেকে "পুলিশ

প্রত্যয়ন বিবরণী ফর্ম" ডাউনলােড করে ০২(দুই) পাতা উভয় পৃষ্ঠায় ০২ (দুই) সেট প্রিন্ট নিবেন। প্রার্থীগণ ০২ (দুই) সেট "পুলিশ প্রত্যয়ন বিবরণী ফর্ম" যথাযথভাবে পূরণ করে প্রতি সেটের সাথে মৌখিক পরীক্ষার ইন্টারভিউ কার্ড, ০১ (এক) কপি পাসপাের্ট সাইজ ছবি, বয়স ও শিক্ষাগত যােগ্যতার প্রয়ােজনীয় সকল সনদ ও মার্কশীট, জাতীয়তা সনদ, জাতীয় পরিচয়পত্র, প্রভৃতির সত্যায়িত কপি সংযুক্ত করে আগামী ২৮/০২/২০১৯ তারিখের মধ্যে একটি খামে পরিচালক (প্রশাসন), চবক, বন্দর ভবন, বন্দর, চট্টগ্রাম বরাবরে প্রেরণ করবেন। খামের উপর অবশ্যই পদের নাম ও রােল নম্বর উল্লেখ করতে হবে। তাছাড়া প্রশাসন বিভাগ, বন্দর ভবন, চট্টগ্রাম হতেও উক্ত ০২(দুই) সেট "পুলিশ প্রত্যয়ন বিবরণী

ফর্ম" সংগ্রহ করা যাবে; ৩। সুপারিশকৃত প্রার্থীদের পুলিশী প্রতিপাদনে বিরুপ মন্তব্য না থাকলে নিয়ােগপত্র প্রদান করা হবে। চবক হাসপাতাল থেকে

স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন সন্তোষজনক হলে চাকুরীতে যােগদান করবেন। নিয়ােগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী সুপারিশকৃত কোন প্রার্থীর নিয়ােগের কোন শর্ত পরিপূর্ণ না হলে, শর্তের কোন ব্যত্যয় হলে কিংবা পরবর্তীতে কোন অযােগ্যতার গােপন তথ্য প্রকাশিত হলে অথবা জালজালিয়াতির প্রমাণ পেলে তার নিয়ােগ বাতিল বলে গণ্য হবে;