আজ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ৮৪ দিনে নতুন Daily Exam শুরু হচ্ছে। আজকের পরীক্ষার অধ্যায়ের নাম ধ্বনি , বর্ণ ,ধ্বনি পরিবর্তন, PHRASES & IDIOMS-পর্ব ১ । 

আজকের পরীক্ষার লেকচারঃ
ধ্বনি ও বর্ণঃ
https://drive.google.com/file/d/1Uqt3HDKFNVODJlVGicupUnbqOYA9DwmY/view?usp=sharing

ধ্বনি পরিবর্তনঃ
https://drive.google.com/file/d/1VN81RYvFHnTLLNKT1weycoEUdnA5RZ3d/view?usp=share_link

HRASES & IDIOMS-পর্ব ১ঃ
https://drive.google.com/file/d/1627VGPtHhWmb0qe2Duk0O9ECDbmDTAtO/view?usp=share_link

বিশ্লেষণঃ

ধ্বনি , বর্ণঃ
২০২১ সালে এই অধ্যায় থেকে প্রশ্ন কমন ছিল ৭৮  টি
২০২২ সালে এই অধ্যায় থেকে প্রশ্ন কমন ছিল ৪৬টি 

নোটঃ বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়ে অংশে আমাদের একটা নোট মিস হয়েছে। নতুন বোড ব্যাকরণ অনুসারে বাগধারা অর্থতত্ত্বের অংশ এবং প্রচলিত ব্যাকরণ অনুসারে বাক্যতত্ত্বের অংশ ।কারক  বাক্যতত্ত্বের অংশ এবং প্রচলিত ব্যাকরণ শব্দতত্ত্বের অনুসারে অংশ ।  পরীক্ষায় যে কোন একটা থাকতে পারে। এই প্রশ্ন পরীক্ষায় বেশি ভাগ ক্ষেত্রেই থাকবে না। যদি দুইটাই থাকে কোন উত্তর করার দরকার নাই।  

পরামর্শঃ

লেকচারে রিভিশন টিপস  দেওয়া আছে তা ভাল করে পড়ুন । চাকরির পরীক্ষায় এই অধ্যায় থেকে যে কোন প্রশ্ন আসলে এখান থেকেই আসবে এর বাহিরে কোন প্রশ্ন হয়না। 

(রিভিশন টিপসঃ এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টা ছক ও যুক্ত বর্ণ।)  

সর্বশেষ অনুষ্ঠিত চাকরির পরীক্ষার এই অধ্যায়ের প্রশ্ন বিশ্লেষণঃ 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

পদের নাম: কার্যসহাকরী

তারিখ: ২৪-০২-২০২২  

(এই অধ্যায় থেকে ১টা প্রশ্ন হয়েছিল )

৭। ‘ষ্ণ’ সংযুক্তি ব্যঞ্জনটি কোন বর্ণের সংযুক্ত রূপ? ষ্+ণ

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In one) বইয়ের ১১ পৃষ্ঠা

পদের নামঃ সিনিয়র স্টাফ নার্স

তারিখ: ২৪-০২-২০২২

৮৮। ‘হ্ণ’ যুক্ত ব্যঞ্জনের বিশ্লিষ্ট রূপ হলো? উত্তরঃ  হ্+ ণ

সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In one) বইয়ের ১১ পৃষ্ঠা

পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ১৮-০২-২০২২ তারিখের পরীক্ষায় এই অধ্যায় থেকে কোন প্রশ্ন হয়নি।


ধ্বনি পরিবর্তন অধ্যায়ের রিভিশন টিপসঃ 

এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্য স্বরাগম/বিপ্রকর্ষ, অপিনিহিতি, ধ্বনি বিপর্যয়, বিষমীভবন, অসমীকারণ, ব্যঞ্জনচুতি অংশের উদাহরণ।

২০২১ সালে এই অধ্যায় থেকে ১৬ টা ও ২০২২ সালে ২ টা প্রশ্ন কমন ছিল, ৯০% ছিল রিভিশন টিপসের মধ্যে থেকে। 

সর্বশেষঃ  এই বিশ্লেষণ আপনাকে রিভিশনের গুরুত্ব বুঝানোর জন্য দেওয়া হয়েছে। পরীক্ষার আগে রিভিশন অংশ অবশ্যই ভাল করে দিতে হবে। কোন ভাবেই এই অংশ মিস করা যাবে না। 

বিগতসালের প্রশ্ন বিশ্লেষণঃ

ধ্বনি ও বর্ণ
১। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে? [প্রাথমিক সহকারী শিক্ষক- ১৯]
উ. যৌগিক স্বর
২। ধ্বনির পরিবর্তন কত প্রকার? [প্রাথমিক সহকারী শিক্ষক- ১৯]
উ. দুই প্রকার
৩। কোনগুলো ওষ্ঠ্য ধ্বনি? [প্রাথমিক সহকারী শিক্ষক- ১৯]
উ. প,ফ,ব,ভ,ম
৪। তালব্য বর্ণ কোনগুলো? [প্রাথমিক সহকারী শিক্ষক- ১৯]
উ. চ,ছ,জ,ঝ,ঞ,য়
৫। ‘পক্ষী’ শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত? [প্রাথমিক সহকারী শিক্ষক- ১৯]
উ. ক+ষ
৬। ধ্বনি উচ্চারণে মানবশরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কী বলে? [প্রাথমিক সহকারী শিক্ষক- ১৯]
উ. বাগযন্ত্র
৭। উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগেুলোকে কী বলে? [প্রাথমিক সহকারী শিক্ষক- ১৯]
উ. ওষ্ঠ্য ধ্বনি
৮। যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশীতে বেশি চাপ পড়ে সে ব্যঞ্জনগুলোকে বলে- [প্রাথমিক সহকারী শিক্ষক- ১৯]
উ. মহাপ্রাণ
৯। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির উদাহারণ? [প্রাথমিক সহকারী শিক্ষক- ১৯]
উ. ঔ
১০। কোনটিতে মধ্যস্বরলোপ ঘটেছে? [প্রাথমিক সহকারী শিক্ষক- ১৮]
উ. গামছা
১২। কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক- ১৫]
উ. খ,ঝ
বর্ণ
১। ‘বর্ণ’ হচ্ছে- [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক- ১৯]
উ. ধ্বনি নির্দেশক প্রতীক
২। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক- ১৯]
উ. ১০টি
৩। মৌলিক স্বরবর্ণ কয়টি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক- ১৯]
উ. ৭টি
৪। ‘দন্ত্য’ বর্ণ কোনগুলো? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক- ১৯]
উ. ত,থ,দ,ধ
৫। ‘নাসিক্য’ বর্ণ কোনগুলো? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক- ১৯]
উ. ঙ,ঞ,ণ
৬। ‘ওষ্ঠ’ বর্ণ কোনগুলো? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক- ১৯]
উ. প,ফ,ব,ভ,ম
৭। কোনটি মূল ধ্বনি নয়? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক- ১৫]
উ. ঔ
৮। বাংলা বর্ণমালায় কতটি ‘ব’ আছে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক- ১৫]
উ. ১টি
১৫। বর্ণ হচ্ছে- [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক- ১৯]
উ. ধ্বনি নির্দেশক প্রতীক
১৬। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রুপকে কি বলা হয়? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক- ৯২]
উ. ফলা
১৭। নিচের কোনটি সঠিক? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক- ০৫]
উ. হ+ম
১৮। ‘জ্ঞ’ যুক্তবর্ণটি কিভাবে গঠিত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক- ০৫]
উ. জ+ঞ
১৯। কোন কোন বর্ণের যুক্তরুপ ‘ক্ষ’? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক- ৯৩]
উ. ক+ষ
২০। কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক- ১৬]
উ. খ,ঝ
২১। উচ্চারণের দিক দিয়ে ‘ল’ কোন ধরনের বর্ণ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক- ০৩]
উ. দন্ত্য বর্ণ
২৩। প,ফ,ব,ভ,ম এই পাঁচটি বর্ণকে কি বলা হয়? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক- ৮৯]
উ. ওষ্ঠ্য বর্ণ
২৪। ত,থ,দ,ধ,ন এই বর্ণগুলোকে কি বলা হয়? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক- ৯০]
উ. দন্ত্য ধ্বনি