বাংলা অংশ সমাধানঃ

১. অকালপক্ক হয়েছে যা- অকালপক্ক

২. আকাশে বেড়ায় যে- খেচর

৩. আপনাকে যে পন্ডিত মনে করে- পন্ডিতম্মান্য

৪. গরীয়ান শব্দটির স্ত্রীবাচক শব্দ কোনটি- গরিয়সী

৫. বসুন্ধরা শব্দের অর্থ কি- পৃথিবী

৬. নিচের কোনটি দেহ শব্দের সমার্থক শব্দ নয়- নেত্র

৭. ভূত শব্দের বিপরীত শব্দ কোনটি- ভবিষ্যৎ

৮. দফতর শব্দটি কোন ভাষার শব্দ-ফারসি

৯. নিচের কোন উত্তরটি সঠিক- দয়া+বতুপ্=দয়াবান

১০. কোনটি শুদ্ধ বানান- বিভীষিকা

১১. কোন বাক্যে বিশেষণের বিশেষণ হয়েছে-ঘোড়া খুব দ্রুত চলে

১২. পদ কত প্রকার-৫

১৩. কোন বাগধারাটির অর্থ বেহায়া- ‘ঠোঁটকাটা’

১৪. সর্বনাশ বোঝাতে কোন বাগধারাটি প্রয়োজন- ভরাডুবি

১৫. আমি ভাত খাই। বাক্যটিতে খাই শব্দটি কোন পদ- ক্রিয়া পদ

ইংরেজি অংশ সমাধানঃ


Office Sohayok Post:-

Fill in the blanks with appropriate preposition:

16. He is good ----Mathematics. Ans: at

17. Death is preferable -----disgrace. Ans: to

18. I can not part-----my book. Ans: to

19. He is blind----- his weakness. Ans: to

20. She was disappointed ---her failure. Ans: to

Choose the correct sentences:

21. Man is mortal.

22. He loves his children.

23. Either you or I am wrong.

24. The quality of mangoes was not good.

25. Neither the Chairman nor the members were present.

26. The antonym of exciting. Ans: Boring

27. The antonym of horizontal. Ans: Vertical

28. The phrase Man of parts means? Talented

29. The correct spelling- Pension

30. Adjective of the word strength? Strong

গণিত অংশ সমাধানঃ

৩১. পিতা ও পুত্রের বয়সের অনুপাতে ১৩ঃ৫। পুত্রের বয়স ১৫ বছর হলে পিতার বয়স কত? উত্তরঃ ৩৯

৩২. একটি পণ্য ২০% ক্ষতিতে ৫৫২ টাকায় বিক্রি করা হলো? পণ্যটির ক্রয়মূল্য কত? উত্তরঃ ৬৯০ টাকা

৩৩. ১৩,১৬,১৮,২৪ ও ৩৪ এর গড় কত? উত্তরঃ ২১

৩৪. 9x-5x=1/3 হলে x=? উত্তরঃ 1/12

৩৫. যে খাদ্যে ১৫ জন সৈন্যের ১৫ দিন চলে সেই খাদ্যে আরো ১০ জন সৈন্য বেশী থাকলে তাদের কতদিন চলবে?

৩৬. x+y=2 হলে (x+y)^2=? উত্তরঃ 4

৩৭. ১৮.৩৪ সময় কে ১২ ঘণ্টার সময়সূচীতে প্রকাশ করলে কত হবে? উত্তরঃ বিকাল ৬.৩৪

৩৮. x+y=6, x-y=4 হলে xy=? উত্তরঃ 5

৩৯. x2-7x+6 এর উৎপাদক বিশ্লেষণ? উত্তরঃ (x-6)(x-1)

৪০. যদি x=2-√3 হলে x2=? উত্তরঃ 1

প্রশ্ন সংগ্রহ করেছেনঃ JOYDEB KUMAR ROY ভাই 

পরীক্ষার প্রশ্ন নিচেঃ