বাংলা অংশ সমাধানঃ

১. সন্ধি বিচ্ছেদ করুনঃ

অন্বেষণ= অনু + এষণ

ক্ষুধার্ত= ক্ষুধা+ঋত

হিতৈষী=হিত+এষী

ভক্তি=ভজ+ তি

২. এক কথায় প্রকাশ করুনঃ

অল্পকাল বাস করে যে- আগন্তুক

উভয় হাত চলে যার=সব্যসাচী

উপস্থিত বুদ্ধি আছে যার=প্রত্যুত্‍পন্নমতি

যে নারীর স্বামী ও পুত্র নেই-অবীরা

দর্শন শাস্ত্র জানেন যিনি-দার্শনিক

৩. অর্থ সহ বাক্য রচনা করুনঃ

তামার বিষ- অর্থের কুপ্রভাব ( মেধাবী ছেলেকে তামার বিষে ধরায় সে এবার পরীক্ষায় ফেল করেছে)

আঁধার ঘরের মানিক- দুঃখীর একমাত্র সুখ ( বুড়ীর আঁধার ঘরের মানিক আজ সকালে মারা গেছে)

কাছা ঢিলা-অসাবধান ( কাছা ঢিলা হলে জীবনে উন্নতি করা সম্ভব নয়)

কলির সন্ধ্যা-দুঃখের সূচনা ( জামাল সাহেবের ছেলে মারা যাওয়ায় তার জীবনে কলির সন্ধ্যা নেমে এলো)

গৌ-বৈদ্য- হাতুড়ে ( আজাদ সাহেবের মেয়ে গৌ-বৈদ্য ডাক্তারের হাতে মরতে বসেছে)

৪. শুদ্ধরূপ লিখুনঃ

অশুদ্ধ- শুদ্ধ

ইতিপূর্বে – ইতঃপূর্বে

মুমুর্ষু-মুমূর্ষু

সমিচীন- সমীচীন

পিপিলিকা-পিপীলিকা

সুষ্ঠ-সুষ্ঠু

৫. সংক্ষিপ্ত রচনা লিখুনঃ

ডিজিটাল বাংলাদেশঃ

‘ডিজিটাল বাংলাদেশ’ একটি প্রত্যয়, একটি স্বপ্ন,যা বাংলাদেশের সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত বিষয়। বিরাট এক পরিবর্তন ও ক্রান্তিকালের মধ্য দিয়ে বাংলাদেশ এখন এগিয়ে চলছে। একুশ শতকে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ৬ জানুয়ারি ২০০৯ শেখ হাসিনা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নেন। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের বছরে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং তথ্যপ্রযুক্তিনির্ভর ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণই ছিল তাদের নির্বাচনী ইশতেহারের প্রধান বিষয়। ১২ ডিসেম্বর, ২০০৮ বাংলাদেশ আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে ঘোষণা করে যে ‘২০২১ সালে স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ ‘ডিজিটাল বাংলাদেশে’ পরিণত হবে।একটি উন্নত দেশ, সমৃদ্ধ ডিজিটাল সমাজ, একটি ডিজিটাল যুগের জনগোষ্ঠী, রূপান্তরিত উৎপাদনব্যবস্থা, নতুন জ্ঞানভিত্তিক অর্থনীতি—সব মিলিয়ে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের স্বপ্নই দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ বস্তুত জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রথম সোপান। একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যে সমৃদ্ধি ও উন্নত জীবন প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, ডিজিটাল বাংলাদেশ আমাদের সেই স্বপ্ন পূরণ করবে। ‘বাংলাদেশ কম্পিউটার সমিতি’ ১৭ থেকে ১২ নভেম্বর ২০০৯-এ ‘ডিজিটাল বাংলাদেশ সামিট’ নামক এ বিষয়ে প্রথম শীর্ষ সম্মেলনের আয়োজন করে, যাতে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা এবং অগ্রাধিকারের বিষয়গুলো আলোচিত হয়।আর এভাবেই বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মসুচী গ্রহণের মাধ্যমে বাংলাদেশ একটি ডিজিটাল বাংলাদেশ এ পরিণত হবার পথে এগিয়ে চলেছে।

 

ইংরেজি অংশ সমাধানঃ

৬. Fill in the blanks:

a) They are akin —one another. Ans: to

b) I am looking—- the matter. Ans: into

c) You are dull—Mathematics. Ans: in

d) He sat—the tree. Ans: under

৭. Correct the sentences:

Incorrect-Correct

a) She went away with dance- She went away dancing)

b) Nazrul wrote many poetry- Nazrul wrote many poems

c) He is appointed as a lecturer in the college-He was appointed as a lecturer in the college.

d) Take down to the notes- Take down the notes.

e) He has a red and white horse- He have a red and white horse

৮. Make sentence with meaning:

Act up-fail to function properly ( My car always acts up in cold weather)

Die out- (to become weaker or less common and then disappear completely) Dinosaurs died out millions of years ago

Lay off- (Give up or stop doing something) “I laid off smoking for seven years.

weal and woe- (Good and bad days) We all get our share of weal and woe in life.

Go over- consider, examine, or check (something) I want to go over these plans with you again.

৯. Translate into English.

a) সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে- It has been drizzling since morning.

সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে নিচের Android apps মোবাইলে রাখেন: Jobs  EXam Alert

b) তুমি এ কাজটি কবে করলে? When did you do this work?

c) আমার বন্ধু নাই বললেই চলে- I have few friends.

d) সবুরে মেওয়া ফলে- Patience has its reward.

e) তোমাকে অথবা আমাকে সেখানে যেতে হবে- I or you have to go there.

১০. Write an application to the commissioner of tax for three days leave. ( Try yourself)

 

গণিত অংশ সমাধানঃ

১১. হামিদ সাহেব ব্যাংকে ৫০০০ টাকা জমা রাখলেন। বার্ষিক ১০% হার সুদে ৬ বছরে সুদে আসলে কত টাকা হবে? উত্তরঃ ৮০০০ টাকা

১২. পিতা ও পুত্রের বয়স একত্রে ৬০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৫ বছর পরে পিতা ও পুত্রের বয়স কত হবে? উত্তরঃ পিতার ৫৩ আর পুত্রের ১৭ বছর।

১৩. x-(1/x)=4 হলে x3-(1/x3)=কত? উত্তরঃ 76

১৪. a+1/a=3 হলে প্রমাণ কর a3+1/a3=18

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ

১৫.বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই আই কান

১৬. প্রাচীন পুন্ড্রনগর কোথায় অবস্থিত ও এর বর্তমান নাম কি? বগুড়ায়, মহাস্থানগড়

১৭. সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত ও এর স্থপতি কে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, নিতুন কুণ্ডু

১৮. প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পুরস্কার লাভ করেন কিসের জন্য? বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তাঁর সুদূরপ্রসারি কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়েছে।

১৯. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ও তিনি কতসালে নোবেল পান? ভানুসিংহ, ১৯১৩ সালে

২০. চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে ও কে প্রবর্তন করেন? ১৭৯৩ সালে, লর্ড কর্নওয়ালিস

২১. পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট কোন সালে কোথায় হবে? ২০১৯ সালে, ইংল্যান্ড এবং ওয়েলসে যৌথভাবে

২২. ২ টি সার্চ ইঞ্জিনের নাম লিখুনঃ ১. গুগল (Google) ২. ইয়াহু (Yahoo)

২৩. পূর্ণরূপ লিখুনঃ

CIRDAP-Centre on Integrated Rural Development for Asia and the Pacific

BTRC- Bangladesh Telecommunication Regulatory Commission

a2i-Access to Information

IMF-International Monetary Fund