রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিসিএস এর ফরম পূরণে জালিয়াতির অভিযোগে তিন দোকানিকে আটক করেছে পুলিশ। পাঁচ শতাধিক আবেদনকারী জালিয়াতির শিকার হয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় তাদের আটক করে পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বুধবার বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী পরিবহন মার্কেটের স্পন্দন ও ভাই ভাই কম্পিউটারের দোকান থেকে ৪০ তম বিসিএস এর ফরম পূরণ করেন। এতে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ৭শ' ৫০ টাকা করে নিয়ে আবেদন ফরম পূরণ করে দেয় তারা।
তবে শিক্ষার্থীদের না জানিয়ে জালিয়াতি করে তাদের প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী তালিকাভুক্ত করে আবেদন করানো হয়। এতে মাত্র ১শ' টাকা খরচ হলেও বাকি ৬শ' ৫০ হাতিয়ে নেয় দোকানদাররা। আজ প্রবেশপত্র তোলার পর বিষয়টি বুঝতে পেরে প্রশাসনকে জানায় ভুক্তভোগীরা। সূত্রঃ সময়নিউজ টিভি