আমাদের মাধ্যমে আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে আপনার যোগ্যতা আছে কিনা তা দেখার পর আবেদন করবেন।


কারিগরি শিক্ষা অধিদপ্তর  সম্প্রতি  রাজস্ব খাতের ২৪ টি পদে মোট ২৮১ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ০৫-০৭-২০২১ থেকে  আবেদন করা যাবে ৩১-০৭-২০২১ পর্যন্ত। 

পদের নাম  পদসংখ্যা


১. সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর-০১

৩. উচ্চমান সহকারি-১০

৪. ইউডিএ কাম ডাটা প্রসেসর-০১

৫. হিসাব রক্ষক- ০৭

৬. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর- ০৩

৭. লাইবেরিয়ান- ০৮

৮. ড্রাইভার- ১০

৯. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক- ৩৫

১০. এলডিএ কাম ডাটা প্রসেসর- ০৫

১১. হিসাব সহকারি- ২২

১২. ক্যাশিয়ার- ০২

১৩. সহকারী লাইব্রেরীয়ান কাম ক্যাটালগার- ০৬

১৪. সহকারী লাইব্রেরীয়ান- ০২

১৫. ল্যাবরেটরি সরকারি-৯৮

১৬. ল্যাব সহকারী- ২১

১৭. এলডিএ কাম ক্যাশিয়ার- ০৩

১৮. এলডিএ কাম টাইপিস্ট- ০২

১৯.  ল্যাব সহকারী- ১০

২০. ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর- ০১

২১. ক্যাশ সরকার- ০৯

২২. ইলেকট্রিশিয়ান- ০১

২৪. অফিস সহায়ক- ০৬



আবেদনেরযোগ্যতা 
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে  

চাকরি আবেদনেরবয়স

প্রার্থীর বয়স ০১-০৬-২০২১  তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে  তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার  সন্তানদের   ক্ষেত্রে বয়স ৩২বছর     

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://dter.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ৩১-০৭-২০২১ তারিখে পর্যন্ত জমা দিতে  পারবেন 


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:


Source:http://www.techedu.gov.bd/sites/default/files/files/techedu.portal.gov.bd/notices/3b3b8b4e_9da8_4d01_b61a_2af75ec9b08b/281_30-06-2021.pdf?fbclid=IwAR2m8HkiVJt1LxnFvoESAPSdrDhCmJwQh7kdxu1jdL6dEIgLAiFUL-KC_iU