প্রত্নতত্ত অধিদপ্তর সম্প্রতি অস্থায়ীভাবে ২৩ টি পদে মোট ৩৩ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ৫-১১-২০১৮ থেকে । আবেদন করা যাবে ২৬-১১- ২০১৮ তারিখ পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা
1.গবেষণা সহকারীঃ ১ জন
2.প্রকাশনা সহকারীঃ ১ জন
3.গ্রন্থাগরিকঃ ২ জন
4.সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটরঃ ১ জন
5.উচ্চমান সহকারীঃ ২ জন
6.সহকারী মডেলারঃ ১ জন
7.আলোকচিত্রকরঃ ২ জন
8.রসায়নাগার কারিগরী সহকারীঃ ১ জন
9.সহকারী গ্রন্থাগরিক কাম ক্যাটালগারঃ ১ জন
10.অভ্যর্থনাকারীঃ ১ জন
11. গাড়ীচালকঃ ২ জন
12. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকঃ ১ জন
13. আলোকচিত্র মুদ্রাকরঃ ৩ জন
14. পটারী রেকর্ডারঃ ১ জন
15. মার্কসম্যানঃ ১ জন
16. ছাপার ভুল সংশোধকঃ ১ জন
17. ডুপ্লিকেটিং মেশিন অপারেটরঃ ১ জন
18. ক্যাশ সরকারঃ ১ জন
19. জেনারেটর / ট্রান্সফরমার অপারেটরঃ ১ জন
20. রসায়নাগার পরিচারকঃ ২ জন
21. ডার্করুম পরিচারকঃ ১ জন
22. অফিস সহায়কঃ ৪ জন
23. পরিচ্ছন্নতা কর্মীঃ ১ জন
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।
চাকরি আবেদনের বয়স
প্রার্থীর বয়স ২৬-১১-২০১৮ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর ।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://DOA.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ২৬-১১-২০১৮ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।
বিস্তারিত নিচেঃ