আমাদের মাধ্যমে আবেদন করতে আবেদনের যোগ্যতা অভিজ্ঞতা ও জেলা ভিত্তিক আবেদনের শর্তাবলী ভালোভাবে দেখে তারপর আবেদন করুন
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি ৩৩ টি পদে মোট ১৪০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ১৬-০৩-২০২১ থেকে । আবেদন করা যাবে ০২-০৪-২০২১ পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা
1.নিরাপত্তা উপ পরিদর্শক-2
2.সহকারি-1
3.সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর-2
4.নক্সাকার-1
5. স্টোর কিপার-2
6.উচ্চমান করনি-3
7.হিসাব রক্ষক-1
8.ক্যাশিয়ার-1
9. পরিসংখ্যান সহকারী-1
10.সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-3
11. রেকর্ড কিপার-1
12. এয়ারকন্ডিশন অপারেটর-1
13. অফিস করণিক-31
14. লাইব্রেরি সহকারী-2
19. টেলিফোন অপারেটর-3
20. নিরাপত্তা তত্ত্বাবধায়ক-6
21. ড্রাইভার-4
26.ডেসপাস রাইডার-1
27. অফিস সহায়ক-47
28. বাবুর্চি-4
29. মেসওয়েটার-2
30. লস্কর-1
31. নিরাপত্তা প্রহরী-3
32. মালি-1
33. পরিচ্ছন্নতাকর্মী-5
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।
চাকরি আবেদনের বয়স
প্রার্থীর বয়স ০২-০৪-২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর ।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://dcd.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ০২-০৪-২০২১ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:
ঘরে বসেই চাকরির আবেদন করবেন যেভাবে